সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য সংবাদ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ

সিলেট সান ডেস্ক:: || ২০২২-০১-০৫ ১২:৪৭:২৯

image

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অসত্য সংবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে যুগোপযোগী আইন প্রণয়নের পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।

বুধবার(৫ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে আইন প্রনয়ণের জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

এদিকে ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত কনটেন্ট বন্ধ, গুজব এবং অসত্য সংবাদ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণের পরামর্শ নিতে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। বৈঠকে প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে।

কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে বৈঠকে সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, কাজী কেরামত আলী, বেগম সিমিন হোসেন (রিমি), সাইমুম সরওয়ার কমল ও খন্দকার মমতা হেনা লাভলী অংশ নেন।

বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের কার্যক্রম নিয়ে আগামী বৈঠকে প্রতিবেদন উপস্থাপনের জন্য নির্দেশনা দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে একটি সুপারিশ আগামী দুই মাসের মধ্যে সংসদীয় স্থায়ী কমিটিতে উপস্থাপনের জন্য তিন সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন করা হয়।

বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংবলিত তথ্যগুলো ডিজিটাল ফরমেটে সরকারের কেন্দ্রীয় ডাটা সেন্টারে সংরক্ষণ করা এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের কাছে সংরক্ষিত গ্রন্থগুলো সোস্যাল মিডিয়ায় আপলোড করার পাশাপাশি ১৯৪৭ হতে ১৯৭১ সাল পর্যন্ত ঘটনাগুলো নিয়ে মুক্তিসংগ্রামের বিষয়টি গবেষণার সুপারিশ করা হয়। সিলেট সান/এফবি

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net