আদালতের ব্যতিক্রমী রায়, শ্রাবন্তী বাড়িতে থাকবেন, শর্ত গাছ লাগাতে হবে

বড়লেখা সংবাদদাতা:: || ২০২২-০১-০৫ ০১:৪৮:৪৪

image
নারী চা শ্রমিক শ্রাবন্তী উড়িয়া (২৪)। গেল বছরের মার্চে ৯ লিটার চোলাই মদসহ আটক হন। এ মামলায় জেল খাটেন প্রায় দুই মাস। চার্জ গঠনের সময় আদালতে দোষ স্বীকার করেন তিনি। মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের বড়লেখার জ্যেষ্ঠ বিচারিক আদালতের হাকিম মোহাম্মদ জিয়াউল হক দ্য প্রবেশন অব অফেন্ডার্স অরডিন্যান্স-১৯৬০ আইনের ৫ ধারার বিধান অনুযায়ী ১ বছরের শর্তে প্রবেশন কর্মকর্তার (বড়লেখা উপজেলা সমাজসেবা কর্মকর্তা) তত্ত্বাবধানে থাকার রায় দেন আদালত। এ জন্য তাকে কারাগারে নয়, গাছ লাগানোসহ ৫টি শর্তে স্বজনদের সাথে নিজের বাড়িতে থাকার রায় দিয়েছেন আদালত। শর্তগুলো হলো, শ্রাবন্তী এক বছর প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে থাকবেন। এই সময়ের মধ্যে কোনো অপরাধ করবেন না, শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন, সদাচরণ করবেন এবং আদালত তলব করলে হাজির হবেন। রায়ের এক মাসের মধ্যে চা বাগানের ব্যবস্থাপকের নির্দেশিত স্থানে সাতটি অর্জুন, সাতটি নিম ও সাতটি বাসক পাতার চারা রোপন করবেন এবং তা দেখাশুনা ও রক্ষণাবেক্ষণ করবেন। নির্দিষ্ট সময়ে তাকে প্রবেশন কর্মকর্তা তলব করলে হাজির থাকবেন। কোনো শর্ত লঙ্ঘন করলে প্রবেশন বাতিল এবং দ্য প্রবেশন অব অফেন্ডার্স অরডিন্যান্স-১৯৬০ আইনের ৭ ধারার বিধান অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে শ্রাবন্তী উড়িয়া বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পাথারিয়া চা বাগানের (দলছড়ি) রুবেল উড়িয়ার স্ত্রী। আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২২ মার্চ দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে নিউ সমনবাগ চা বাগানের রাজনগর গ্রামের মিঠুন রাজভরের বসতঘর থেকে ৯ লিটার চোলাই মদ উদ্ধার করে। এসময় শ্রাবন্তী উড়িয়াকে আটক করে পুলিশ। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম আটক শ্রাবন্তী উড়িয়ার বিরুদ্ধে থানায় মামলা করেন। এ মামলায় পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। প্রায় দুই মাস জেল খেটে শ্রাবন্তী উড়িয়া জামিনে মুক্তি পান। গত সোমবার আদালতে মামলার চার্জ গঠনের সময় শ্রাবন্তী সরল বিশ্বাসে তার দোষ স্বীকার করে নেন। পরদিন মঙ্গলবার আদালত পাঁচ শর্তে তাকে বাড়িতে থাকার আদেশ দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের সহকারি সরকারি কৌঁসুলি গোপাল চন্দ্র দত্ত বলেন, বড়লেখায় এই প্রথম এরকম ব্যতিক্রমী রায় হয়েছে। আদালতের এই রায়ের একটা ইতিবাচক দিক আছে। এতে আসামিরা সংশোধনের সুযোগ ও সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফেরার একটা পথ পাবে। আসামি পক্ষের আইনজীবী মো. হারুনঅর রশীদ বলেন, আসামি একজন চা শ্রমিক নারী। তাদের একটি অনুষ্ঠানের জন্য নিজের ঘরে মদ তৈরি করেছিল। এটা প্রথমবার। চার্জ গঠনকালে আদালতের কাছে সরল মনে দোষ স্বীকার করেছেন তিনি। এতে আদালত ব্যতিক্রমী রায় দিয়েছেন। এই রায় একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আদালতের রায়ের বিষয়ে জানতে চাইলে বড়লেখা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, রায়ের কপি হাতে আসেনি। কপি পেলে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা হবে।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net