গোয়াইনঘাট থানায় মুক্তিযোদ্ধাদের সম্মানে সংরক্ষিত আসন "বীর চেয়ার" স্থাপন

গোয়াইনঘাট প্রতিনিধি:: || ২০২২-০১-০৩ ১০:৪৫:০৫

image

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম) এর উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য সিলেট জেলার প্রত্যেকটি থানায় একটি করে এবং পুলিশ সুপারের কার্যালয়েও একটি সংরক্ষিত আসন "বীর চেয়ার" স্থাপন করা হয়েছে।


রোববার (২ জানুয়ারি) পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম) এর নির্দেশনায় জেলার অন্যান্য থানার মতো গোয়াইনঘাটের ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে স্থায়ীভাবে সংরক্ষিত একটি আসন "বীর চেয়ার' স্থাপন করা হয়েছে।


স্থাপনের পর গোয়াইনঘাট থানার সংরক্ষিত এ আসনটিতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হককে বসিয়ে " বীর চেয়ার" এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব এবং ওসি (তদন্ত) উমর ফারুক মোড়লসহ থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক বলেন, সিলেট জেলার পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রতিটি থানায় একটি করে স্থায়ী আসন স্থাপন করে যে সম্মান দিয়েছেন তা অকল্পনীয়। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমি গোয়াইনঘাটের সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মাননীয় পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

 

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব জানান, স্মরণ কালের শ্রেষ্ঠ সংযোজন মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার। জাতির শ্রেষ্ঠ সন্তানদের সঠিক মুল্যায়ণ করা কঠিন, তবে এই ব্যবস্থা বিশেষ মূল্যবান। সংরক্ষিত বিশেষ এই চেয়ারে শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধারাই বসতে পারবেন। মান্যবর পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের উদ্যোগে বাঙালি জাতির সূর্য সন্তানদের সম্মানে একটি বিশেষ ক্ষেত্র তৈরী করে দিয়েছে। এ জন্য আমিসহ আমার থানার সকল অফিসারগণ গর্বিত। আমরা মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম) মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 


সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net