সিসিক’র অযৌক্তিক বিল প্রত্যাহার না করলে গণআন্দোলন : পংকী

সিলেট সান ডেস্ক:: || ২০২২-০১-০২ ০৪:১১:৪৬

image

 

সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক পানির বিল, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য যাবতীয় বিল বৃদ্ধির প্রতিবাদে নগরীর ৩, ১০ ও ১১ নং ওয়ার্ডের জনসাধারণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ জানুয়ারি) দুপুর ১২টায় নগরীর রিকাবীবাজার পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, করোনা মহামারীতে অর্থনৈতিকভাবে বিপর্যস্থ সাধারণ মানুষ। মানুষ কাজ হারিয়েছে। বেশিরভাগ মানুষের আয় কমে গিয়েছে। সংসার চালাতে মানুষ হিমশিম খাচ্ছে। এই সময়ে সিলেট সিটি কর্পোরেশনের পানির মূল্য, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য যাবতীয় বিল বৃদ্ধির সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক ও গণবিরোধী।

সিটি কর্পোরেশন হচ্ছে একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। রক্ষণাবেক্ষণের ব্যয়বৃদ্ধি কিংবা বকেয়া বিদ্যুৎ বিলের অজুহাতে পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অগ্রহনযোগ্য। বিদ্যমান আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক পানির মূল্য, হোল্ডিং টেক্স, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য যাবতীয় বিল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে সিসিক’র ২৭টি ওয়ার্ডের জনসাধারনকে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।
১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বদরুল ইসলাম বদরু এর পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মধু শহীদ পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি আলাউদ্দিন বাদশা, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: পিংকু আব্দুর রহমান, সহ-সভাপতি আনোয়ার হোসেন আনাই, বিশিষ্ট সমাজ সেবক আলী আকবর ফকির, নাজির উদ্দিন রব, বিশিষ্ট ব্যবসায়ী হাজী ছামেদ মিয়া, রোটারিয়া মির্জা সাদ্দাম হোসেন, ভাতালিয়া যুব উন্নয়ন সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান আলতা, হাজী আব্দুুল কাইয়ুম, সামসুদ্দিন আহমদ, আনোয়ার বাদশা, সানাউল হক মিতু, হাজী আলমগীর হোসেন, আফসর হোসেন, খসরুজ্জামান, শাকিল মুর্শেদ, মির্জা সম্রাট, রাজিব কুমার দে রাজু, শাহনাজ আহমদ, বিপ্লব বক্স, আরব হোসেন, বিশ্বজিৎ কর বিশ্ব, সোহেল বাছিত, মালেক আহমদ, পারভেজ খান জুয়েল, আব্দুস সালাম, মলয় লাল ধর, আরজু আহমদ, শামীম রেজা, জুমন আহমদ, আবুল হোসেন, বিধান রায়, জাহেদ আহমদ, রুবেল আহমদ, আবুল কালাম বাবলা, রুবেল আহম, জয়নাল আবেদীন রাহেল, সঞ্জয়, শিবলু আহমদ, হাসান আহমদ, আবু তাহের আকাশ প্রমুখ।


সিলেট সান/এসএ

 

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net