ইউপি নির্বাচন: কানাইঘাটে আ’লীগের বিদ্রোহী ১৩ প্রার্থী বহিষ্কার

সিলেট সান ডেস্ক:: || ২০২১-১২-৩০ ০৬:৫৫:১০

image

 


বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সিলেট জেলার কানাইঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড কর্তৃক মনোনীত দলীয় প্রার্থীদের বিরুদ্ধে ৫ ইউনিয়নে ১৩ জন দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিন্দ্বন্দ্বিতা করায় কানাইঘাট উপজেলা আওয়ামী লীগ কর্তৃক গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারার অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে  ১৩ জন বিদ্রোহী প্রার্থীকে নিজ নিজ পদ ও দলের সদস্য পদ থেকে সরাসরি বহিষ্কার করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সিলেট জেলা আওয়ামী লীগ বরাবরে  প্রেরনের প্রেক্ষিতে সিলেট জেলা আওয়ামী লীগ ১৩ বিদ্রোহী প্রার্থীর বিষয়ে পরবর্তী কার্যক্রম ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবরে সুপারিশসহ প্রেরণ করেছে।

 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, উপজেলার ৩ নং দিঘীর পার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এই ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আব্দুল বাসিত, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দিঘির পাড় ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন চৌধুরী মুহিন, সাঁতবার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই ইইউনিয়নের চেয়রম্যান প্রার্থী আব্দুর নূর, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শামসুদ্দিন বাবুল মহুরি, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলম, সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি ও কানাইঘাট সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এনামুল হক, কানাইঘাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শামসুল ইসলাম, কানাইঘাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম,  দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও এই ইউনিয়নেরে চেয়ারম্যান প্রার্থী বাবুল রানা চৌধুরী, রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা চৌধুরী, রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খালেদ হাসান তারেক, রাজাগঞ্জ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী লুৎফুর রহমান চৌধুরী এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলীম সাগর।

এরআগে গত ২৫ ডিসেম্বর বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় জকিগঞ্জ উপজেলার ৪ নেতাকে বহিস্কার করে সিলেট জেলা আওয়ামী লীগ।


সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net