চতুর্থ ধাপে ইউপি ভোট : আ.লীগ ৩৯৬, স্বতন্ত্র ৩৯০ প্রার্থী জয়ী

সিলেট সান ডেস্ক:: || ২০২১-১২-২৮ ০১:৫০:৩০

image

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৩৯৬ প্রার্থী এবং ৩৯০ জন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এ ধাপে ৮৩৬ ইউপিতে ভোটগ্রহণ হয়।  

মঙ্গলবার (২৮ ডিসম্বের) ইসির জনসংযোগ শাখার পরিচালক (যুগ্ম সচিব) এসএম আসাদুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, ইসিতে ৭৯৬ ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফলের তথ্য এসেছে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৩৯৬ প্রার্থী জয় পেয়েছেন। যা মোট ইউপির ৪৯ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন ৩৯০ ইউপিতে। যা মোট ইউপির ৪৮ দশমিক ৯৯ শতাংশ। এ ছাড়া ইসলামী আন্দোলন ২, জাকের পার্টি ১, জাতীয় পার্টি-জাপা ৬, জাতীয় পার্টির (জেপি) একজন জয় পেয়েছেন।

এর আগে তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পেয়েছেন ৫২৫টিতে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পেয়েছেন ৪৪৬টিতে। এ ছাড়া জাতীয় পার্টি ১৭টিতে, ১টি করে ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওয়ার্কার্স পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। তৃতীয় ধাপে ১০০৮টি ইউপিতে ভোটগ্রহণ হয়।

১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে ৮৩৪টি ইউপির মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পেয়েছেন ৪৮৬টিতে। আর ৩৩০টিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। জাতীয় পার্টির প্রার্থীরা ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির প্রার্থীরা ৪টি ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। আবার জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ জাতীয় পার্টি, খেলাফত মজলিস ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১টি করে ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছে।

গত ২১ জুন অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে ২০৪টি ইউপির মধ্যে ১৪৮টিতে আওয়ামী লীগ জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয় পান ৪৯টিতে। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ জয় পেয়েছে ১ ইউপিতে। জেপি ও জাপা পেয়েছে ৩টি করে আসন। এখন পর্যন্ত চার ধাপের ইউপি ভোট সম্পন্ন হয়েছে। আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৭টি ও ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ২১৯ ইউপিতে ভোটগ্রহণ হবে।

 


সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net