গোলাপগঞ্জে ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে : নারী ভোটারদের দীর্ঘ লাইন

গোলাপগঞ্জ প্রতিনিধি:: || ২০২১-১২-২৬ ০১:২২:১৪

image

 

 

চতুর্থ ধাপে সিলেটের ২১ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় এসব ইউনিয়নে ভোটগগ্রহণ শুরু হয়েছে, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।


সকাল ১০ টায় গোলাপগঞ্জ উপজেলার ২নং গোলাপগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড রায়পড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নারী ভোটারদের উপস্থিতি লক্ষনীয়। ঐ কেন্দ্রে ১৪শ ২৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০৭ জন ও মহিলা ভোটার ৭২১জন। মোট ভোট ১৪২৮জন। প্রিসাইডিং অফিসার  ছালে আহমদ জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। এ পর্যন্ত কাষ্টিং ভোট ১৫ শতাংশ।।

সকাল ১০টা ১৭মিঃ সময় ইউনিয়নের ০১ নং ওয়ার্ড চৌঘরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কাষ্টিং ভোট ২শ ১০। কেন্দ্রে মোট ভোট ১৫৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৯৬ জন ও মহিলা ভোটার ৭৭৩ জন। প্রিসাইডিং অফিসার জুলহাস মিয়া জানান শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে।

 

সিলেট সান/এসএ

 

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net