কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ মাধ্যম হবে পর্যটন : অধ্যাপক মো. জাকির হোসেন

সিলেট সান ডেস্ক:: || ২০২১-০৯-২৭ ১০:১৩:২৪

image

বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন বলেছেন, এবাবের পর্যটন দিবসের প্রতিপাদ্য বিষয় হলো অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন। এই শ্লোগানের আলোকে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে পর্যটন সেক্টরের উন্নয়নে বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছে সরকার। পর্যটনের পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে এগিয়ে যাবে দেশ। কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ মাধ্যম হবে পর্যটন।

তিনি সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেট নগরীর রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিশ্ব পর্যটন দিবস-২০২১ উপলক্ষে “ট্যুর গাইড এসোসিয়েশন অব গ্রেটার সিলেট” আয়োজিত বৃক্ষরোপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসোসিশেনের সভাপতি রুবাইয়াত হাসান রাব্বীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আলম, ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিওন এর ইন্সপেক্টর আক্তার হোসেন, মহানগর আওয়ামী লীগের সদস্য আবুল মহসিন চৌধুরী মাসুদ, সিসিকের ২নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গৌছুল আলম গেদু, সাধারন সম্পাদক তাজ আহমদ লিটন, ট্যুরিস্ট পুলিশ সিলেট সাব জোন এর ইনচার্জ মো. হাবিবুর রহমান, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসীম রঞ্জন তালুদকার, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল মামুন, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য সাংবাদিক আবু হানিফা, বিশিষ্ঠ ব্যবসায়ী মো. নিয়মত খান।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মো. আবিদুল হক রুমেন, মঈনুল ইসলাম, এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান এনামুল কবির, সহ-সাধারণ সম্পাদক শাহ আলম রাফি, সাংগঠনিক সম্পাদক আহসানুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক রেশমা জান্নাতুল রোমা, আইন বিষয়ক সম্পাদক শাহ রুম্মানুল হক, আন্তর্জাতিক সম্পাদক শাহ তাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ফারুক আহমদ, সহ-প্রচার সম্পাদক রঞ্জন রায়, নির্বাহী সদস্য রুহুল আমিন ও তৌহিদুল ইসলাম, সদস্য ফজলু মিয়া, আল-আমিন, ইকবাল হোসেন, আফজাল হোসেন, নয়ন আহমদ, শিব্বির হোসেন, ইবরাহীম আহমদ, সালমান আল হারুন, লোকমান আহমদ, আশরাফুল ইসলাম, মনসুর আলম, আল-আমিন আহমদ, শাকিল আহমদ, আশরাফুল ইসলাম চান মিয়া প্রমুখ।

বৃক্ষরোপন ও আলোচনা সভা শেষে সিলেট বিভাগের বিভিন্ন পর্যটনস্পট থেকে আগত ট্যুর গাইডদের মধ্যে রিচ ম্যাট্রেস ও ট্যুর সিলেট বিডির সৌজন্যে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।


 

সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net