মুসলিম সাহিত্য সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সিলেট সান ডেস্ক:: || ২০২১-০৯-১৬ ০২:৪১:১৪

image

 


দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার। ১৯৩৬ সনের ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের যাত্রা। ভাষা আন্দোলন থেকে শুরু করে এ অঞ্চলের সাহিত্য-সাংস্কৃতিক বিকাশে সাহিত্য সংসদ অনন্য অবদান রেখেছে।

সাহিত্য সংসদের প্রাণপুরুষ আজীবন সম্পাদক মুহম্মদ নূরুল হক ১৯৩২ খ্রিষ্টাব্দে ‘আল-ইসলাহ’ নামে একটি মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশ করেন। এই আল ইসলাহ কেন্দ্র করে সম্পাদক মুহম্মদ নূরুল হকের উদ্যোগে সিলেটের প্রধান ধর্মীয় আকর্ষণ দরগাহ-ই- হযরত শাহজালাল (রহ:)-এর মোতাওয়াল্লি¬ সরেকওম আবু জাফর আব্দুল্লাহর বাড়ির বৈঠকখানায় একটি সাহিত্য সংগঠন প্রতিষ্ঠার জন্যে সভা (১৬ সেপ্টেম্বর ১৯৩৬) হয়। উক্ত সভায় মরমী কবি হাসন রাজার পুত্র দেওয়ান একলিমুর রাজাকে সভাপতি এবং দরগাহ’র মোতাওয়াল্লি¬ সরেকওম আবু জাফর আব্দুল্লাহকে সম্পাদক করে সাহিত্য সংসদের প্রথম কমিটি গঠন করা হয়। সংসদ প্রতিষ্ঠার মূল কারিগর মুহম্মদ নুরুল হক কমিটির কার্যকরী পরিষদের সদস্য পদ গ্রহণ করেন। পরের বছরই তাকে সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। আমৃত্যু তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেন।


কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাহিত্য সংসদের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কেমুসাস সাহিত্য আসর কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সাহিত্য সংসদের সকল পৃষ্ঠপোষক সদস্য, জীবনসদস্য, সাধারণ সদস্যসহ লেখক, সাহিত্য-সংস্কৃতি কর্মীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আবদুল হামিদ মানিক।


 

সিলেট সান/এসএ

 

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net