সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া আর নেই

সিলেট সান ডেস্ক:: || ২০২১-০৯-১৫ ০৯:০৩:০৭

image

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া (ইন্নালিল্লাহি-রাজিউন)। বুধবার দুপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফজলুল হক আসপিয়া দীর্ঘ এক মাস বাংলাদেশ স্পশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার মুত্যুতে সুনামগঞ্জে রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ৩ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বাদ মাগরিব ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় অফিসের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার লাশ ঢাকা থেকে সুনামগঞ্জ ষোলঘর নিজ বাস ভবনে নিয়ে আসা হবে। বৃহস্পতিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ পৌর চত্বরে সর্বস্তরের জন-সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। বেলা আড়াইটায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। একইদিন বাদ মাগরিব সিলেটে শাহজালালের দরগায় তৃতীয় জানাজা শেষে দরগাহ প্রাঙ্গণেই তাকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, তিনি সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সদর) আসন থেকে ১৯৯৬, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। অষ্টম জাতীয় সংসদে তিনি হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জেলা শিল্পকলা একাডেমি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net