কমলগঞ্জে বঞ্চিত চা শ্রমিকদের ২৭ দফা দাবি আদায়ে মানববন্ধন

কমলগঞ্জ সংবাদদাতা:: || ২০২১-০৮-০৯ ০৬:৪৯:৪৬

image

মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে আদিবাসী ও চা শ্রমিকদের বঞ্চনার কথা তুলে ধরে চা শ্রমিক সন্তানদের সংগঠন জাগরণ যুব ফোরাম ৯ আগস্ট সকালে শমসেরনগরে মানববন্ধন করেছে। মানববন্ধনে মোহন রবিদাস তাদের বঞ্চনার কথাসহ ২৭ দফা দাবি তুলে ধরেন।

 

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাবুল মাদ্রাজী ও রঞ্জিত পাসী। বক্তবে তারা বলেন,পার্বত্য চট্রগ্রামের ১১টি আদিবাসী জনগোষ্ঠী বাদে সমতলের সকল আদিবাসী জনগোষ্ঠীরই বসবাস রয়েছে চা বাগানে।

 

চা বাগানে গারো, ত্রিপুরী, সাঁওতাল, মুন্ডা, ওঁরাও, বাউরী, লোহার, রবিদাস, তেলেগু, ভূমিজ, কানু, বীন, ছত্রী, সবর, বাক্তিসহ প্রায় ৯৪টি আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে। যাদের প্রত্যেকেরই ভাষা, সংস্কৃতি, আচারণ-পার্বণ, ধর্মীয় রীতিনীতি, পূজা-উৎসব, বিবাহ প্রথা, সমাজ কাঠামো মূল ধারার জনগোষ্ঠী থেকে ভিন্ন। এদের কেউ প্রাক দ্রাবিড়ীয় ,কেউ আদি অস্ট্রালয়েড কেউবা আবার মঙ্গোলীয় আবিবাসীর অন্তরভুক্ত।

 

আন্তর্জাতিক আদিবাসী দিবসে চা শ্রমিকদের পক্ষে ২৭টি দাবি উপস্থাপণ করা হয়।

 

এ.কে.ডি

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net