করোনা সংক্রমণ রোধ ও চিকিৎসার পরিধি বাড়াতে সিসিকের জরুরি সভা

সিলেট সান ডেস্ক:: || ২০২১-০৮-০৩ ০৯:৫২:২৮

image

 

সিলেটে করোনার সংক্রমণ রোধ এবং চিকিৎসা সেবার উন্নয়নে জরুরি বৈঠক করেছে সিলেট সিটি করপোরেশন। এতে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী  ড. এ কে আব্দুল মোমেন। সভায় ওসমানী হাসপাতালে আরো ৪৫০ শয্যার করোনা ইউনিট চালু  এবং গণটিকাসহ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ১২টায় নগর ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

প্রায় দুই ঘন্টাব্যাপী সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘আজকের সভায় সিলেটের সার্বিক করোনা পরিস্থিতি পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সামনে তুলে ধরা হয়েছে।’

সিলেটের ভয়াবহ করোনা পরিস্থিতি কাটিয়ে উঠার লক্ষ্যে সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের বিষয়ে। সিলেটে যেসব কোম্পানি অক্সিজেন সরবরাহ করে তাদেরকে সরবরাহের পরিমাণ বাড়াতে বলা হয়েছে। এ নিয়ে আজ ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী নিজে অক্সিজেন কোম্পানিগুলোর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন ‘

ওসমানীতে দ্রুত সাড়ে চারশ শয্যার করোনা ইউনিট চালু প্রসঙ্গে তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী আজ স্বাস্থ্যমন্ত্রণালয়ে বৈঠক করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অক্সিজেন সঞ্চালন প্লান্টের সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।’

মেয়র বলেন, ‘সভায় জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে যাতে জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত করা হয়। এক্ষেত্রে যতটা কঠোর হওয়া প্রয়োজন ততটা কঠোর হতে হবে প্রশাসনকে।’ এছাড়া সিসিকের সকল জনপ্রতিনিধিদের নেতৃত্বে নগরের প্রতিটি ওয়ার্ডে মানুষকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে প্রচারণা চালানো হবে। আগামীকাল (বুধবার) থেকেই এ কার্যক্রম শুরু করা হবে।’

মেয়র আরিফুল হক বলেন, ‘সিলেট জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও করোনা রোগীদের চিকিৎসা সেবার পরিধি বাড়ানোর বিষয়ে সভায় আলোচনা হয়েছে। রোগীরা যদি উপজেলা পর্যায়ে সেবা পেয়ে যান তবে ওসমানী মেডিকেল ও শামসুদ্দিন হাসপাতালসহ নগরের হাসপাতালগুলোতে রোগীর চাপ অনেকটা কমে যাবে।’

নগরের প্রাইভেট হাসপাতালগুলোতে করোনা রোগীদের সেবা দিয়ে মানাবিক আকারে বিল আদায়ের জন্য সভায় কর্তৃপক্ষের প্রতি এসময় তিনি অনুরোধ জানান।

সভায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক দুলাল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ, সুশীল সমাজের প্রতিনিধিগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net