শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইংরেজী, ৫ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

চক্ষু বিশেষজ্ঞ ডা. মতিন উদ্দিন আহমদের ইন্তেকাল

সিলেট সান ডেস্ক::

২০২১-০৬-২২ ০১:৫৯:২৩ /

 

বিয়ানীবাজার উপজেলার প্রবীণ চিকিৎসক ও কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সুপ্রিম কাউন্সিলের সদস্য চক্ষু বিশেষজ্ঞ ডা. মতিন উদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বার্ধক্যজনিত কারণে তিনি সিলেটের বালুচরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৬ পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ আজ মঙ্গলবার বেলা দু’টায় বিয়ানীবাজার পৌর এলাকার কসবা কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।

এদিকে, ডা. মতিন উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। এক শোকবার্তায় তিনি বলেন, গণমানুষের চিকিৎসাসেবা প্রদান করে ডা: মতিন তাদের অন্তরে স্থান করে নিয়েছেন। এজন্য তাঁর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। তাঁর মৃত্যুতে এমপি নাহিদ গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এছাড়া, শোক প্রকাশ করেছেন সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র সভাপতি মামুন রশীদ ও সাধারণ সম্পাদক কামরুল হোসেন মুন্না, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ।

পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


উল্লেখ্য, মতিন উদ্দিন আহমদ ১৯৭০ সালে তিনি উচ্চতর ডিগ্রির জন্য যুক্তরাজ্য গমন করেন। সেখানে অধ্যয়ন শেষে ম্যানচেস্টারের ওয়ারিংটন হাসপাতালের কনসালটেন্ট হিসাবে যোগদান করেন। যুক্তরাজ্যে দীর্ঘদিন চিকিৎসা পেশা শেষে অবসর জীবনে তিনি মাতৃভূমির টানে বাংলাদেশে চলে আসেন এবং সিলেটের বালুচরে নিজ বাসভবনে নিভৃত জীবনযাপন করেন। তিনি একজন পরোপকারী চিকিৎসক হিসেবে সকল মহলে সমাদৃত ছিলেন।

 

সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

শনিবার ৮ ঘন্টা গ্যাস থাকবে না

শনিবার ৮ ঘন্টা গ্যাস থাকবে না

রাগ করে স্ত্রী চলে যাওয়ায় বাবাকে খুন করল ছেলে

রাগ করে স্ত্রী চলে যাওয়ায় বাবাকে খুন করল ছেলে

বৌভাতে যাওয়া হলনা তাদের: দরবস্তে পিকআপ-লেগুনার সংঘর্ষে নিহত বেড়ে ৬

বৌভাতে যাওয়া হলনা তাদের: দরবস্তে পিকআপ-লেগুনার সংঘর্ষে নিহত বেড়ে ৬

 দরবস্তে লেগুনা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৭

দরবস্তে লেগুনা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৭

 আদালতে হাজিরা দিতে আসার পথে ফেঞ্চুগঞ্জে হামলা, তরুন খুন, ভাই আহত

আদালতে হাজিরা দিতে আসার পথে ফেঞ্চুগঞ্জে হামলা, তরুন খুন, ভাই আহত

প্রবাসীরা বিনিয়োগ করলে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে: মন্ত্রী ফারুক খান

প্রবাসীরা বিনিয়োগ করলে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে: মন্ত্রী ফারুক খান