শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইংরেজী, ৫ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

ত্ব-হা ও অপর তিনজনকে জবানবন্দি শেষে ছেড়ে দেওয়ার নির্দেশ

সিলেট সান ডেস্ক::

২০২১-০৬-১৮ ১৪:২১:২৪ /


ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ অপর দিনজনের ১৪৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে নিজ নিজ জিম্বায় ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৮ জুন) রাতে তাদের আদালতে হাজির করলে জবানবন্দি শেষে এই নির্দেশ দেন আদালত।

এর আগে শুক্রবার বিকেলে আটদিন গুম থাকার পর খোঁজ মিলে ত্ব-হা ও অপর তিনজনের। জানা যায় তাদের কেউ গুম করেননি, নিজ ইচ্ছাতেই তারা আত্মগোপনে ছিলেন। সংবাদ সম্মেলন করে রংপুর মহানগর পুলিশের (আরএমপি) ক্রাইম ডিভিশনের উপ-কমিশনার আবু মারুফ হোসেন এতথ্য জানান।

উপ-কমিশনার আবু মারুফ হোসেন গণমাধ্যমকে বলেন, তাদের বর্ণনা অনুযায়ী তারা গাইবান্ধায় শহরে এক বন্ধুর বাসায় ছিলেন এবং সেখান থেকে তারা নিজ নিজ বাসায় চলে যান।

আবু ত্ব-হা তার প্রথম স্ত্রীর রংপুরের চারতলা মসজিদের পাশের বাসায় ছিলেন। সেখান থেকে তাকে রংপুর ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পাশাপাশি তার সঙ্গীদের দুজনকে রংপুরের পুলিশ এবং অপরজনকে বগুড়ার পুলিশ নিয়ে আসে। সেখানে তাদের আইনি প্রক্রিয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে উপস্থাপন করা হয়। আদালতে তারা ১৪৪ ধারায় জবানবন্দি দেন এবং পরে তাদের নিজ জিম্বায় ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

 

সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, আসামী পলাতক

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, আসামী পলাতক

 কাউন্সিলর নিপু জামিনে মুক্ত

কাউন্সিলর নিপু জামিনে মুক্ত

বাসিয়া নদীর পুরনো সেতু ভেঙে ফেলায় এলজিডি নির্বাহী প্রকৌশলীসহ ৭ জনের বিরুদ্ধে রুল জারি

বাসিয়া নদীর পুরনো সেতু ভেঙে ফেলায় এলজিডি নির্বাহী প্রকৌশলীসহ ৭ জনের বিরুদ্ধে রুল জারি

 অবসরের ৩ বছর পার না হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না: হাইকোর্ট

অবসরের ৩ বছর পার না হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না: হাইকোর্ট

ফেঞ্চুগঞ্জে দোকান কর্মচারী সজল হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন  কারাদণ্ড

ফেঞ্চুগঞ্জে দোকান কর্মচারী সজল হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

সুবিদবাজারে ডাচ-বাংলার এটিএম বুথ থেকে ২৬ লাখ টাকা গায়েব

সুবিদবাজারে ডাচ-বাংলার এটিএম বুথ থেকে ২৬ লাখ টাকা গায়েব