বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইংরেজী, ১২ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

জন্মগত হৃদরোগের চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সিলেট সান ডেস্ক:

২০২১-০৬-১৭ ১০:২২:১৫ /

ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সহযোগিতায় গত ৫ জুন বিনা অপারেশনে জন্মগত হৃদরোগের চিকিৎসা ও সিলেটে শিশু হৃদরোগ চিকিৎসার প্রসারের উদ্দেশ্যে এক সেমিনারের আয়োজন করা হয়। সিলেটের বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসক ও সিলেটের সিনিয়র চিকিৎসকবৃন্দের অংশগ্রহণে আয়োজিত ‘ম্যানেজমেন্ট ইস্যুজঃ কনজেনিটাল এন্ড স্ট্রাকচারাল হার্ট ডিজিজেস’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল। ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট একেএম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্ণেল ডা. আজহারউদ্দীন আহমেদ, হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের পরিচালক ও সিইও কর্ণেল ডা. আবিদুর রহমান । সভা সঞ্চালনা করেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ লে. কর্ণেল ডা নাজমুল হোসেন ভূইয়া। কর্মশালায় প্রধান আলোচক হিসাবে শিশু হৃদরোগ চিকিৎসার নানা দিক তুলে ধরে দিকনির্দেশনামূলক প্রবন্ধ উপস্থাপন করেন ব্রিগেডিয়ার নুরুন নাহার ফাতেমা। এতে দেশে অপারেশনের মাধ্যমে শিশু হৃদরোগ চিকিৎসার নানা দিক নিয়ে আলোচনা করেন শিশু হৃদরোগ সার্জারী বিশেষজ্ঞ ডা. রোকনুজ্জামান সেলিম। এদিন স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশের প্রথম শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল নুরুন্নাহার ফাতেমার নেতৃত্বে কর্মসূচীর অধীনে ৪ মাস থেকে ২ বছর বয়সী ৮ টি শিশুর জন্মগত হৃদরোগের চিকিৎসা করা হয়। এছাড়াও দেশের নামকরা শিশু হৃদরোগ বিশেষজ্ঞদের অংশগ্রহণে এই অনুষ্ঠানে ৫০ জন রোগীকে বহিঃবিভাগে চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানটি সম্পুর্ন স্পন্সর করেন রহমান মেডিকেল সার্ভিস এবং এমএম এন্টারপ্রাইজ।

এ জাতীয় আরো খবর

ফুটপাত দখল করে ব্যবসা, সিসিকের জরিমানা

ফুটপাত দখল করে ব্যবসা, সিসিকের জরিমানা

 পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আনোয়ারুজ্জামান

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আনোয়ারুজ্জামান

 পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আনোয়ারুজ্জামান

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আনোয়ারুজ্জামান

দায়িত্বগ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত, মেয়র'র কৃতজ্ঞতা

দায়িত্বগ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত, মেয়র'র কৃতজ্ঞতা

কয়েল, মশারি কিছুই মানছে না মশা

কয়েল, মশারি কিছুই মানছে না মশা

শুরুতেই সুসংবাদ: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মেয়র আনোয়ারুজ্জামানের

শুরুতেই সুসংবাদ: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মেয়র আনোয়ারুজ্জামানের