শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইংরেজী, ১৪ চৈত্র ১৪৩০ বাংলা ENG

সিলেট অঞ্চলে মাউশির পরিচালক পদে প্রফেসর আব্দুর মান্নান খানের যোগদান

সিলেট সান ডেস্ক::

২০২১-০৬-১৭ ০৯:২৬:৪৩ /

সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান খান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক পদে গত ১৪ জুন যোগদান করেছেন। বেলা ১১ টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালকের নিকট হতে দায়িত্ব গ্রহন করেন। এ সময় কার্যালয় কর্মরত কর্মকর্তাদের সাথে পরিচয় পর্বে অংশগ্রহণ করেন।  


গত ৯ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক আদেশে পেষণে এ পদে পদায়ন করা হয়। ইতিপূর্বে তিনি সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সর্বশেষ কর্মস্থল সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে পদোন্নতি পেয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক পদে যোগদান করেন।


তিনি ব্যক্তিগত জীবনে ১৯৮০সনে দিরাই উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ১৯৮২ সনে এম.সি কলেজ থেকে এইচ.এস.সি ১৯৮৫ইংসনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বি.এ অনার্স এবং একই প্রতিষ্ঠান থেকে ১৯৮৬ সনে ইতিহাস বিভাগে এম.এ ডিগ্রি লাভ করেন। ১৯৮৩ সনে বি.সি.এস শিক্ষা ক্যাডারে পদার্পন করে ইতিহাস বিভাগে প্রভাষক হিসাবে সুনামগঞ্জ সরকারী কলেজ, এম.সি কলেজ,পদোন্নতি পেয়ে ২০০৩ সনে বরিশাল সরকারি মহিলা কলেজে যোগদান করেন।

১৯০৮ সালে সহযোগি অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে এম.সি কলেজে ও ২০০৮ সালে গুরু দয়াল সরকারি কলেজে ইতিহাস বিভাগে বিভাগীয় প্রধান হিসাবে যোগদান করেন। ২০০৯ সালে মার্চ মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটে বিদ্যালয় পরিদর্শক হিসাবে যোগদান করেন।

২০১২ সালের সেপ্টেম্বর একই বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে যোগদান করেন। ২০১৬ সালের মার্চ মাসে সিলেট মডেল স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। পরিচালক পদে যোগদানের পূর্ব পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন। পারিবারিক জীবনে দু সন্তানের জনক। মেয়ে শাহজালাল ভার্সিটিতে ও ছেলে নর্থইষ্ট মেডিকেল কলেজে অধ্যয়নরত।

উল্লেখ্য, মোহাম্মদ আব্দুল মান্নান খান সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার টংগর গ্রামের বিশেষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবী নিম্বর খানের পুত্র। মো. আব্দুল মান্নান খান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিলেট অঞ্চলের পরিচালক পদে যোগদান করায় এক যুক্ত বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন দিরাই উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ সিলেটের সভাপতি মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ও সদস্য সচিব প্রবোধ রঞ্জন দাস। বিবৃতিতে নেতৃবৃন্দ তার কর্মময় জীবন সুন্দর ও দীর্ঘ জীবন কামনা করেন।

 

সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

হাইকোর্টের আদেশ: রোজায় বিদ্যালয় বন্ধ

হাইকোর্টের আদেশ: রোজায় বিদ্যালয় বন্ধ

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ভাষা আন্দোলনের ইতিহাস থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল: নাসির উদ্দিন খান

ভাষা আন্দোলনের ইতিহাস থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল: নাসির উদ্দিন খান

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

 এসএসসি-সমমানে পরীক্ষার্থী ২০ লাখ, সিলেটে ১ লাখ ৯ হাজার

এসএসসি-সমমানে পরীক্ষার্থী ২০ লাখ, সিলেটে ১ লাখ ৯ হাজার

গৃহস্থালীর বর্জ্যে সার, শ্রেষ্ঠ উদ্ভাবক সিকৃবির ইফা ও অলিক

গৃহস্থালীর বর্জ্যে সার, শ্রেষ্ঠ উদ্ভাবক সিকৃবির ইফা ও অলিক