বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইংরেজী, ৫ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

সরকারি ৯৯ শতাংশ তথ্য প্রকাশে কোনো সমস্যা নেই: পরিকল্পনামন্ত্রী

সিলেট সান ডেস্ক:

২০২১-০৬-১০ ০৯:২৭:৫৯ /

 সরকারি তথ্য লুকানোর কিছু নেই বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, সরকারের ৯৯ শতাংশ তথ্য প্রকাশে কোনো সমস্যা নেই। রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে মাত্র ১ শতাংশ তথ্যে গোপনীয়তা রয়েছে। এই ১ শতাংশ তথ্য প্রকাশ না করার জন্য গণমাধ্যমের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।

সরকারি পরিসংখ্যান সংক্রান্ত 'শব্দকোষ: ধারণা ও সজ্ঞা' প্রকাশনার মোড়ক উম্মোচন অনুষ্ঠানে এই সবকথা বলেন মন্ত্রী। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল স্ট্রাটেজি ফর দ্য ডেভেলপমেন্ট অব স্ট্যাটিটিক্স (এনএসডিএস) প্রকল্পের পরিচালক দিলদার হোসেন।

গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী বলেন, 'সরকার অত্যন্ত স্বচ্ছ। কোনো তথ্য লুকানোর প্রয়োজন নেই। আপনাদের জরিপে যদি কোনো ভয়ঙ্কর কিছু আসে, সে ক্ষেত্রে মহাপরিচালক ও সচিবকে জানাবেন। তারা মনে করলে আমাকে জানাবেন। আমি মনে করলে সরকার প্রধানকে জানাবো।'

সরকারের তথ্য সংক্রান্ত বিষয়ে বিবিএসের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, তথ্যের প্রয়োজনে সরকার বিবিএসের ওপর নির্ভর করে। পরিকল্পনা এবং নীতি প্রণয়নের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য বিবিএস থেকেই নেওয়া হয়। এ জন্য পরিসংখ্যান ব্যুরোর বিশুদ্ধতা দরকার। দক্ষতা বাড়াতে হবে। প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

'শব্দকোষ: ধারণা ও সজ্ঞা' প্রকাশনাটি সম্পর্কে আয়োজকরা বলেন, শুমারি ও জরিপ বা অন্যান্য পরিসংখ্যান কার্যক্রম একই বিষয়ে ভিন্ন ভিন্ন বিষয়ে ব্যবহার হয়। ক্ষেত্র বিশেষে একটি বিষয়ের তথ্য ভিন্ন বিষয়ে সঠিকভাবে কাজে আসে না। এ সমস্যা দূর করবে প্রকাশনাটি।

 


সিলেট সান/ জেআইএন

এ জাতীয় আরো খবর

তাপমাত্রা বাড়লেই বেড়ে যায় লোডশেডিং

তাপমাত্রা বাড়লেই বেড়ে যায় লোডশেডিং

জিম্মি বাংলাদেশি জাহাজে সশস্ত্র আরও জলদস্যু, পরিস্থিতি উদ্বেগজনক

জিম্মি বাংলাদেশি জাহাজে সশস্ত্র আরও জলদস্যু, পরিস্থিতি উদ্বেগজনক

জলদস্যুদের কবলে জিম্মি নাবিকদের উদ্ধারে বৈঠক ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

জলদস্যুদের কবলে জিম্মি নাবিকদের উদ্ধারে বৈঠক ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

আজ পবিত্র শবেবরাত

আজ পবিত্র শবেবরাত

২১ গুণীজনের হাতে ‘একুশে পদক-২০২৪’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

২১ গুণীজনের হাতে ‘একুশে পদক-২০২৪’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর