বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইংরেজী, ১২ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

বড়লেখায় ‘পাগলা’ কুকুরের কামড়ে আহত ৫০

বড়লেখা সংবাদদাতা::

২০২১-০৫-১৩ ১৬:০৩:৪৪ /

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে ‘পাগলা’ কুকুরের কামড়ে অর্ধশত আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩৩ জন বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কুকুরের কামড়ে তারা আহত হন। এ ঘটনায় শহরের হাজীগঞ্জ বাজারে ঈদের কেনাকাটা করতে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পৌরসভার লোকজন স্থানীয়দের সহায়তায় ‘পাগলা’ কুকুরটি মেরে ফেলে।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া ব্যক্তিরা হলেন সামির উদ্দিন, ঝন্টু দাস, আব্দুর রব, রজত দত্ত, আমিনুল ইসলাম, সাহেদ আহমদ, আবেদ মিয়া, লোকমান হেকিম, মামুন আমিন, আং আলিম, সায়েম আহমদ, জাহাঙ্গীর, বেলাল আহমদ, মো. আলী, নাইম, মইনুল ইসলাম, আলা উদ্দিন, তোফায়েল আহমদ, আয়শা বেগম, বাক্কার আলী, ইব্রাহিম আলী, সায়দুল, তানভীর, আবুল কালাম, জাহিদ আহমদ, কামিল আহমদ, কবির উদ্দিন, সেলিম, কালা উদ্দিন, নবাব মিয়া, মিল্লাদ হোসেন, সাজু আহমদ, আব্দুর রহমান। অন্যদের পরিচয় জানা যায়নি। তারা সকলেই হাজীগঞ্জ বাজার আশপাশের গলিতে কুকুরের কামড়ে আহত হন।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রশান্ত কুমার পাল রাত বৃহস্পতিবার (১৩ মে) বলেন, ‘রাত পৌনে ৮টায় কুকুরের কামড়ে আহত প্রথম ব্যক্তি চিকিৎসা নেন। এরপর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মোট ৩৩ জন হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছেন।’

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ‘পাগলা’ কুকুর আচমকা পৌর শহরের হাজীগঞ্জ বাজারে পথচারীদের কামড়াতে শুরু করে। এতে বাজারে ঈদের কেনাকাটা করতে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র (২) রেহান পারভেজ রিপন গণমাধ্যমকে বলেন, ‘পাগলা কুকুরটি প্রায় ৫০ জন মানুষকে কামড় দিয়েছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পৌরসভার লোকজন ঘটানাস্থলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় কুকুরটিকে মেরে মাটিতে পুতে ফেলা হয়।

 

সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

জুড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

জুড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

যমজ সন্তানকে  হত্যা, মা আটক

যমজ সন্তানকে হত্যা, মা আটক

চতুর্থবারের মতো নির্বাচিত মন্ত্রী শাহাবউদ্দিন

চতুর্থবারের মতো নির্বাচিত মন্ত্রী শাহাবউদ্দিন

মৌলভীবাজার-৪ আসনে আব্দুস শহীদ বেসরকারিভাবে নির্বাচিত

মৌলভীবাজার-৪ আসনে আব্দুস শহীদ বেসরকারিভাবে নির্বাচিত

বড়লেখায় র‌্যা ‘র হাতে অজ্ঞান পার্টির ২ হোতা গ্রেপ্তার

বড়লেখায় র‌্যা ‘র হাতে অজ্ঞান পার্টির ২ হোতা গ্রেপ্তার

দ্বৈত নাগরিকত্ব: মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদের আপিল খারিজ

দ্বৈত নাগরিকত্ব: মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদের আপিল খারিজ