শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইংরেজী, ১৫ চৈত্র ১৪৩০ বাংলা ENG

চিরচেনা রূপে ফিরেছে সিলেট নগরী

স্টাফ রিপোর্ট::

২০২১-০৪-২৬ ০৬:১৬:৩৫ /

 

সিলেটে টানা ১১ দিন পর রোববার খুলেছে শপিং মল ও দোকানপাট। দোনাকপাট খোলার প্রথম দিনেই নগরীতে ছিলো মানুষের উপচেপড়া ভিড়। করোনার সংক্রমণ রোধে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ শেষ হওয়ার আগেই চিরচেনা রূপে ফিরেছে সিলেট নগরী। সোমবার (২৬ এপ্রিল) সিলেট নগরী বিভিন্ন সড়কে মানুষের ভিড় দেখা গেছে। এ ছাড়া প্রায় প্রতিটি সড়কেই যানজট লক্ষ্য করা গেছে।

সোমবার সকালে নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট এবং চৌহাট্টায় গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। এসব যানজট সামাল দিতে ট্রাফিকপুলিশকেও হিমসিম খেতে হচ্ছে। বিশেষ করে অধিকাংশ শপিং সেণ্টার জিন্দাবাজার এলাকার আশপাশ হওয়ায় যানজট জিন্দাবাজারেই বেশি লেগে থাকতে দেখা গেছে। অন্যদিকে সব সড়কেই গাড়ির চাপ বেশি থাকায় প্রতিটি সিগন্যালেই যানজটের মুখে পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে।

এদিকে, নগরীর বিভিন্ন বিপণিবিতান ঘুরেও কিছুটা মানুষের আনাগোনা লক্ষ করা গেছে। রোববার প্রথম দিন অনেকটা ক্রেতা শূন্য শপিং মল গেলেও সোমবার ক্রেতাদের সংখ্যা বেড়েছে। সময়ে সময়ে এ সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। তবে করোনার লকডাউনে গেলো বছরের মতো এবারও কিছুটা মানুষের মাঝে কিছুটা অভাব থাকায় ঈদের কেনাকাটা খুব বেশি একটি জমবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অপরদিকে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কড়াকড়ি নির্দেশনা দেওয়া হলে নগরীর অধিকাংশ শপিং সেন্টারে ডিস ইনফেক্টেড টানেল, প্রবেশ পথের মুখে হ্যান্ড স্যানিটাইজার এবং ক্রেতা বিক্রেতা সকলের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মার্কেট কর্তৃপক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে বলেও দেখা গেছে।

 

সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

ফুটপাত দখল করে ব্যবসা, সিসিকের জরিমানা

ফুটপাত দখল করে ব্যবসা, সিসিকের জরিমানা

 পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আনোয়ারুজ্জামান

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আনোয়ারুজ্জামান

 পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আনোয়ারুজ্জামান

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আনোয়ারুজ্জামান

দায়িত্বগ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত, মেয়র'র কৃতজ্ঞতা

দায়িত্বগ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত, মেয়র'র কৃতজ্ঞতা

কয়েল, মশারি কিছুই মানছে না মশা

কয়েল, মশারি কিছুই মানছে না মশা

শুরুতেই সুসংবাদ: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মেয়র আনোয়ারুজ্জামানের

শুরুতেই সুসংবাদ: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মেয়র আনোয়ারুজ্জামানের