শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইংরেজী, ১৫ চৈত্র ১৪৩০ বাংলা ENG

সিলেটে করোনায় আরও ৩জনের মৃত্যু

স্টাফ রিপোর্ট::

২০২১-০৪-১৯ ০৩:৫৭:৫৫ /


সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও ৩ জন। আর একই সময় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৩০ জন। যার মধ্যে ৮৯ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১২৭ জন।
সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩০ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৮৯ জন, সুনামগঞ্জে ৬ জন,  মৌলভীবাজারে ১৪ জন, হবিগঞ্জে ৩ জন, ওসমানী মেডিক্যালে আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়।

সব মিলিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত  রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৬৪ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪৩৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৭৫ জন, হবিগঞ্জে ২ হাজার ২৩৪ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২২২ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২৭ জন। এরমধ্যে সিলেটের ৮৬ জন, সুনামগঞ্জের ২৩ জন, হবিগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ১৭ জন। আর এ নিয়ে বিভাগে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৫৪৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১১ হাজার ১৭৩ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৭৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৬৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৭ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩০০ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ৩ জন।
 
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ৩ জন মারা গেছেন এরা সিলেট জেলার বাসিন্দা। সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১৪ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৪৪ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৬ জন রয়েছেন।

 

সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

মোঘলাবাজারে চেক প্রতারনা মামলায় লন্ডন প্রবাসী মনসুরুল কারাগারে

মোঘলাবাজারে চেক প্রতারনা মামলায় লন্ডন প্রবাসী মনসুরুল কারাগারে

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের ৫ জনের মৃত্যু

 উপজেলা নির্বাচন ২০২৪: সিলেট বিভাগের ১১ টিতে নির্বাচন ৮ মে

উপজেলা নির্বাচন ২০২৪: সিলেট বিভাগের ১১ টিতে নির্বাচন ৮ মে

সিলেট জেলা ট্রাক পিকআপ  কাভার্ডভ্যান মালিক সমিতির  নবনির্বাচিত কমিটির অনুমোদন

সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির নবনির্বাচিত কমিটির অনুমোদন

সিলেটের ১৯ আসন: ১৫টিতে নৌকা, ৪টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী

সিলেটের ১৯ আসন: ১৫টিতে নৌকা, ৪টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী

 চলছে ভোটগ্রহন, বাড়ছে ভোটার উপস্থিতি

চলছে ভোটগ্রহন, বাড়ছে ভোটার উপস্থিতি