শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইংরেজী, ৬ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তেই কাজ করছে সরকার : এমপি মানিক

ছাতক প্রতিনিধি::

২০২১-০২-২৬ ১৪:০৩:১১ /

জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে আওয়ামীলীগ সরকার। বিশ্বব্যাপী মহামারি করোনা কালীন সময়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ।

বিএনপি জোট সরকারের আমলে এসপিপিএম কারখানাটি পানির দামে বিক্রি করা হয়েছিলো, তাদের অনিয়ম-দুর্ণীতি ও অব্যস্থাপনার কারনে টেংরাটিলা গ্যাস ফিল্ডটি আগুনে পুড়ে ছাই হয়েছে। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার জরাজীর্ণ ঐহিত্যবাহী ছাতক সিমেন্ট কারখানাকে বাঁচিয়ে রাখতে আধুনিকায়নের কাজ করছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ছাতকে অবস্থিত সিলেট পাল্প এন্ড পেপার মিলস আদর্শ দাখিল মাদ্রাসার প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মাদ্রসা পরিচালনা কমিটির সভাপতি জামাল আহমদের সভাপতিত্বে ও মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা বদরুল আলমের পরিচালনায় সংবর্ধসা সভায় এমপি মানিক আরো বলেন, ছাতক-দোয়ারাবাজার এলাকায় এ সরকারের আমলেই ১৯টি কলেজ প্রতিষ্টিত হয়েছে। অসংখ্য স্কুল-কলেজ ও মাদ্রসার নতুন নতুন ভবন স্থাপিত হচ্ছে। দেশ ও মানুষের উন্নয়নে আওয়ামীলীগ সরকারের বঙ্গবন্ধু কন্য খুবই আন্তরিক।


অনুষ্ঠা বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.ফজলুর রহমান, সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, দোলারবাজার ইউপি চেয়ারম্যান শায়েস্থা মিয়া, ছাতক পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, আওয়ামীলীগ নেতা সামছুজ্জামান রাজা, স্বাগত বক্তব্য রাখেন সাবে কাউন্সিলর সামছু মিয়া। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসা ছাত্র হাফিজ সুমন আহমদ। এর আগে অতিথিবৃন্দকে ফুল শুভেচ্ছা জানান মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।


অনুষ্টানে আওয়ামীলীগ নেতা চাঁন মিয়া চৌধুরী, কালারুকা ইউপি আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল আওয়াল, জেলা সেচ্ছাসেবকলীগ নেতা বাবুল রায়, আওয়ামীলীগ নেতা আরশ আলী, মুজিব মালদার, পীর আব্দুল খালিক মিলন, সিসিএফ সিবিএ সহ-সভাপতি হাবিবুর রহমান কাজল, সমবায় সমিতির সেক্রেটারী আজিজুর রহমান, মাদ্রসার শিক্ষক মাওলানা অলি উল্লাহ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মহি উদ্দিন, বদরুল আলম, শফিক উদ্দিন, আব্দুস সোবহান, মনিরুজ্জামানসহ আওয়ামীলীগ-যুবলীগ এবং এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

দিরাইয়ে শালিস না মেনে যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানির অভিযোগ

দিরাইয়ে শালিস না মেনে যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানির অভিযোগ

দিরাইয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

দিরাইয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শান্তিগঞ্জে সব ওলটপালট

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শান্তিগঞ্জে সব ওলটপালট

জগন্নাথপুরে কবরস্থান দখলের চেষ্টা: ব্যবস্থা নেওয়ার দাবি

জগন্নাথপুরে কবরস্থান দখলের চেষ্টা: ব্যবস্থা নেওয়ার দাবি

 সুনামগঞ্জের পাঁচটি আসনে বিজয়ী যারা

সুনামগঞ্জের পাঁচটি আসনে বিজয়ী যারা

প্রতিদ্বন্দ্বিতার ধারে কাছেও শাহীনুর পাশা, বিজয়ী মন্ত্রী মান্নান

প্রতিদ্বন্দ্বিতার ধারে কাছেও শাহীনুর পাশা, বিজয়ী মন্ত্রী মান্নান