শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইংরেজী, ১৫ চৈত্র ১৪৩০ বাংলা ENG

মা-বাবার কবরের পাশে শায়িত হলেন ইব্রাহিম খালেদ

সিলেট সান ডেস্ক::

২০২১-০২-২৫ ০০:৪৭:১৮ /

গোপালগঞ্জে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও খ্যাতিমান ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদের দাফন গ্রামের বাড়ি গোপালগঞ্জে সম্পন্ন হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) এশাবাদ (রাত ৮-৩০ মিনিট) স্থানীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণে খোন্দকার ইব্রাহিম খালেদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাত ৯টায় গ্রামের বাড়ি জেলা শহরের ব্যাংকপাড়ার পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তার মরদেহ দাফন করা হয়।

জানাজায় বিচারপতি খোন্দকার মুছা খালেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়াম্যান লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যোগ দেন।

এর আগে সন্ধ্যা ৭টায় সড়ক পথে খোন্দকার ইব্রাহিম খালেদের মরদেহ গ্রামের বাড়ি গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ায় এসে পৌঁছায়। এ সময় পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। খবর শুনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ তার বাড়িতে ভিড় জমায় ও পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং তারা তাকে শেষ শ্রদ্ধা জানান।

এর আগে ভোর ৫টা ৪০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খোন্দকার ইব্রাহিম খালেদ ১৯৪১ সালের ৪ জুলাই গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ভূগোলে স্নাতকোত্তর ও আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করে ১৯৬৩ সালে ব্যাংকিং পেশায় যুক্ত হন।

ইব্রাহিম খালেদ ১৯৯৪ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংক, ১৯৯৬ সালে অগ্রণী ব্যাংক এবং ১৯৯৭ সালে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

তিনি ৯ ডিসেম্বর ২০২০ সাল থেকে পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।

 

সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

জিম্মি বাংলাদেশি জাহাজে সশস্ত্র আরও জলদস্যু, পরিস্থিতি উদ্বেগজনক

জিম্মি বাংলাদেশি জাহাজে সশস্ত্র আরও জলদস্যু, পরিস্থিতি উদ্বেগজনক

জলদস্যুদের কবলে জিম্মি নাবিকদের উদ্ধারে বৈঠক ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

জলদস্যুদের কবলে জিম্মি নাবিকদের উদ্ধারে বৈঠক ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

আজ পবিত্র শবেবরাত

আজ পবিত্র শবেবরাত

২১ গুণীজনের হাতে ‘একুশে পদক-২০২৪’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

২১ গুণীজনের হাতে ‘একুশে পদক-২০২৪’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

সংরক্ষিত নারী আসনের ৪৮টি পাচ্ছে আ' লীগ, দুটি পাচ্ছে জাপা

সংরক্ষিত নারী আসনের ৪৮টি পাচ্ছে আ' লীগ, দুটি পাচ্ছে জাপা