মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ইংরেজী, ১০ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

বাংলাদেশ ব্যাংকের ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

সিলেট সান ডেস্ক::

২০২১-০২-২২ ০৩:৪৯:১৩ /

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম বলেছেন, আমাদের ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত তথ্য সঠিকভাবে দাখিলে বিভিন্ন ধরণের সমস্যা দেখা যায়, এজন্যে সঠিকভাবে যাতে রিপোর্টিং করা যায় এব্যাপারে আমাদের কর্মকর্তাদেরকে দক্ষ হয়ে উঠতে হবে। এটা সম্ভব হলে দেশের সম্পদ আত্মসাত করে দেশকে কেউ ক্ষতিগ্রস্থ করতে পারবে না। এই প্রশিক্ষণ শুধু নিজেদের জন্য নয়, বরং দেশ ও জাতির কল্যাণে কাজে লাগবে।


বাংলাদেশ ব্যাংক সিলেটের হল রুমে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি- বিবিটিএ ঢাকার আয়োজনে ‘বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত তথ্য দাখিলকরণ’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিবিটিএ ঢাকার মহাব্যাস্থাপক মো. সাইফুল আলমের সভাপতিত্বে ও বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক সমীরন দাসের পরিচালনায় রবিবার (২২ ফেব্রুয়ারি) আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আবুল কালাম, মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষজ্ঞ বক্তার বক্তব্য রাখেন মহাব্যবস্থাপক ড. মোহাম্মদ আমির হোসেন, যুগ্ম পরিচালক মো. মাহবুবুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের উপমহাব্যবস্থাপক মো. আব্দুল হাছবি, আবু ওয়াফা মো. মুফতি, মো. আমনিুল ইসলাম, শামীমা র্নাগসি, নৃত্যরঞ্জন পুরকায়স্থ, আহমদ ফজলুল্লাহ, মোস্তফা আজাদ কামাল, আবু তয়ৈব মো. আব্দুল্লাহ, মো. আতকিুর রহমান, মো. জাবদে আহমদ, মো. সাইফুল ইসলাম খান, ডা. উম্মে কুলসুম, সঞ্জীবন মজুমদার, মো. শফিকুল ইসলাম, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ ব্যাংক মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম। ৩ দিন ব্যাপি প্রশিক্ষণে ৩০ জন ব্যাংক কর্মকর্তা অংশগ্রহণ করেন। ৩ দিনের প্রশিক্ষণের পরিচালনা করবেন মহাব্যবস্থাপক মো. সাইফুল আলম, কোর্স কোঅর্ডিনেটর উপ মহাব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন।

 

সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

বাড়ল সয়াবিন তেলের দাম

বাড়ল সয়াবিন তেলের দাম

বাজার নিয়ন্ত্রণে ৮৩ হাজার মেট্রিক টন চাল আমদানির উদ্যোগ

বাজার নিয়ন্ত্রণে ৮৩ হাজার মেট্রিক টন চাল আমদানির উদ্যোগ

উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তা:  আমদানির খবরে ঠাকুরগাঁওয়ে কমছে আলুর দাম

উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তা: আমদানির খবরে ঠাকুরগাঁওয়ে কমছে আলুর দাম

 আরো ১ লাখ ১৬ হাজার ২৪৯ জন বিদ্যুৎ গ্রাহক প্রি-পেমেন্ট মিটারের আওতায় আসছেন

আরো ১ লাখ ১৬ হাজার ২৪৯ জন বিদ্যুৎ গ্রাহক প্রি-পেমেন্ট মিটারের আওতায় আসছেন

গ্যাস সরবরাহে শিল্প, সার ও বিদ্যুত খাতকে  অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সিলেটে  পেট্রোবাংলার চেয়ারম্যান

গ্যাস সরবরাহে শিল্প, সার ও বিদ্যুত খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সিলেটে পেট্রোবাংলার চেয়ারম্যান

সিলেটের জাহেদ ইকবাল দেশের সর্বোচ্চ করদাতা

সিলেটের জাহেদ ইকবাল দেশের সর্বোচ্চ করদাতা