
২০২১-০১-২৮ ১৫:৩৩:৩৪ / Print
মৌলভীবাজারের কমলগঞ্জে অসহায় দুস্থ, শীতার্থদের মাঝে শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সকাল ১১ টায় ভানুগাছ বাজারের ব্যবসায়ী মো. আনহার আলীর বাসায় হিউম্যান কন্সারন ইন্টারন্যাশনাল (কানাডা) এর পরিচালক ব্যারিস্টার ওয়াসিম আহমেদ ও মো. আনহার আলীর ব্যবস্থাপনায় অসহায় দুস্থ, শীতার্থদের মাঝে শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, মো. রাসেল হাসান বখত, আশরাফ সিদ্দিকী পারভেজ, আজহার মেহমুদ অপু, তানিম হাসান, মো. হাবিবুর রহমান, মো. মামুন, নান্না ও সাদি প্রমুখ। এসময় এলাকার ২৫০ জন অসহায় দুস্থ, শীতার্থদের মাঝে শীত বস্ত্র ও ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
সিলেট সান/এসএ