শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইংরেজী, ৭ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

শায়েস্তাগঞ্জে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা

শায়েস্তাগঞ্জ সংবাদদাতা:

২০২১-০১-২৬ ০৮:৩১:৪৬ /

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অপহরণ করে ৮০ লাখ টাকা  মুক্তিপণ দাবী করে না পেয়ে স্কুল ছাত্র কে হত্যা করেছে তিন যুবক।

 

জানা যায়, রবিবার (২৪ জানুয়ারি)  রাত ৮ টায় উপজেলার নুরপুর ইউনিয়নের পশ্চিম নছরতপুর গ্রামের  ফারুক মিয়ার ছেলে আফরাজ আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র তানভীর আহমেদ (১৬) কে অপহরণ করে একই গ্রামের জলিল মিয়ার ছেলে জাহেদ মিয়া (২৪), সৈয়দ আলীর ছেলে উজ্জল মিয়া (২২) ও মলাই মিয়ার ছেলে শান্ত মিয়া (১৮)।

 

অপহরণ করে তানভীরের বাবা ফারুক মিয়ার কাছে ফোনে মুক্তিপণ বাবদ ৮০ লাখ টাকা দাবী করে ওই তিন যুবক। অপহরণকারীদের ফোন পেয়ে ঘটনাটি সাথে সাথে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ কে জানান।

 

পুলিশ অপহরণের সাথে জড়িত সন্দেহে রবিবার রাতেই জাহেদ ও শান্ত কে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপহরণের মাস্টার মাইন্ড উজ্জলকে মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে গ্রেপ্তার করে পুলিশ।

 

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী  মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর ১ টায় হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব সহ একদল পুলিশ অপহরণকারী উজ্জলের পুকুর থেকে অপহৃত তানভীরের লাশ উদ্ধার করা হয়।

 

তানভীর কে গলায় ফাঁস ও বুকে ছুরি মেরে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে ওই তিন যুবক।

 

এদিকে একমাত্র ছেলে কে হারিয়ে বাবা মা বার বার মুর্চ্ছা যাচ্ছেন। তাদের আর্তনাদে আকাশ বাতাস ভারি হয়ে উঠছে।

 

শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মুক্তিপণ না পেয়ে অপরহণকারীরা ওই ছেলেটিকে হত্যা করে লাশ গুম করার জন্য পুকুরে ফেলে দেয়। আমরা আসামীদের গ্রেপ্তার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’

 

এমআরএম 

এ জাতীয় আরো খবর

প্রাকৃতিক কম্পন বলছে তদন্ত কমিটি, এলাকাবাসীর না

প্রাকৃতিক কম্পন বলছে তদন্ত কমিটি, এলাকাবাসীর না

বিবিয়ানায় ভূকম্পনে অর্ধশতাধিক বাড়িঘরে ফাটল, এলাকায় আতঙ্ক

বিবিয়ানায় ভূকম্পনে অর্ধশতাধিক বাড়িঘরে ফাটল, এলাকায় আতঙ্ক

সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে ফার্মেসি ব্যবসায়ী নিহত

সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে ফার্মেসি ব্যবসায়ী নিহত

মাহবুব আলীর নৌকায় সুমনের ঈগলের হানা

মাহবুব আলীর নৌকায় সুমনের ঈগলের হানা

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন জমা দিলেন মাহবুব আলী

হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন জমা দিলেন মাহবুব আলী