
২০২১-০১-১৭ ০০:৩৬:১৯ / Print
সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন আবুল হাসনাত মো. কাওছার। ওয়ার্ড কাউন্সিলর পদে অংশগ্রহণ করে ১৬৪ ভোটের ব্যবধানে জয় লাভ করেন তিনি।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরীর আস্থাবাজন আবুল হাসনাত মো. কাওছার সাবেক উপ-মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ও বর্তমান জেলা ছাত্রলীগের সহ-সভাপতি৷
আবুল হাসনাত মো. কাওছারের নির্বাচিত হওয়ার খবর চাউর হওয়ার সাথে সাথে ওয়ার্ডজুড়ে আনন্দ বিরাজ করছে। আগামীতে তার হাত ধরেই ওয়ার্ডের বিপুল উন্নয়ন হবে এমনটাই বলছেন অনেকে।
নবনির্বাচিত কাউন্সিলর আবুল হাসনাত মো. কাওছার বলেন, আমি ক্ষুদ্র মানুষ আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি যেন সুষ্ঠভাবে পালন করতে পারি৷ আমার ওয়ার্ডবাসীসহ দেশ বিদেশের সকলের কাছে দোয়া ও আশীর্বাদ প্রত্যাশা করছি৷
এসডি/এমআরএম