শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইংরেজী, ৫ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

নবীগঞ্জে নির্বাচনের আগের রাতে সহিংসতায় আহত ৬

নবীগঞ্জ সংবাদদাতা::

২০২১-০১-১৬ ০০:০০:০৯ /

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনের আগের রাতেই আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের উপস্থিতিতে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ‌্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত দেড়টায় পৌরসভার চার নম্বর ওয়ার্ডের গোয়াহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন।

আহত  শফিক মিয়া (৩৫) পৌর এলাকার মারুফ মিয়ার ছেলে ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর চাচাতো ভাই।

সহিংসতার সময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেল এবং বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র ছাবির আহমেদ চৌধুরী ঘটনাস্থলেই ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউএনও শেখ মহিউদ্দিন গণমাধ্যমকে জানান, সহিংসতার সময় ছুরিকাঘাতে শফিকের পেট থেকে ভুড়ি বেড়িয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসময় আরও ৫ জন আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে তারা কোন প্রার্থীর সমর্থক তা জানা যায়নি। ঘটনার সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর একটি প্রাইভেটকারে ভাঙচুর চালানো হয়।

ইউএনও শেখ মহিউদ্দিন আরও  জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অভিযোগ করছেন বিএনপির প্রার্থী নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে রাতে প্রচারণায় গিয়েছিলেন।

অন্যদিকে, বিএনপি’র প্রার্থী বলছেন তিনি পৌষ সংক্রান্তি উপলক্ষে একটি নিমন্ত্রণে গিয়েছিলেন। তখন আওয়ামী লীগের লোকজন তার ওপর হামলা করেছে।

ইউএনও আরও জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দু’পক্ষে মারামারি হয়ে যায়। ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।

 

সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

প্রাকৃতিক কম্পন বলছে তদন্ত কমিটি, এলাকাবাসীর না

প্রাকৃতিক কম্পন বলছে তদন্ত কমিটি, এলাকাবাসীর না

বিবিয়ানায় ভূকম্পনে অর্ধশতাধিক বাড়িঘরে ফাটল, এলাকায় আতঙ্ক

বিবিয়ানায় ভূকম্পনে অর্ধশতাধিক বাড়িঘরে ফাটল, এলাকায় আতঙ্ক

সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে ফার্মেসি ব্যবসায়ী নিহত

সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে ফার্মেসি ব্যবসায়ী নিহত

মাহবুব আলীর নৌকায় সুমনের ঈগলের হানা

মাহবুব আলীর নৌকায় সুমনের ঈগলের হানা

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন জমা দিলেন মাহবুব আলী

হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন জমা দিলেন মাহবুব আলী