শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইংরেজী, ১৫ চৈত্র ১৪৩০ বাংলা ENG

ফোডেনের গোলে ম্যানসিটির জয়

সিলেট সান ডেস্ক::

২০২১-০১-১৩ ২৩:২১:১১ /

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ চারে ফিরেছে পেপ গার্দিওলার দল। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বুধবার ১-০ গোলে জিতেছে সিটি। একমাত্র গোলটি করেন ফিল ফোডেন। লিগে দলটির এটি টানা চতুর্থ ও সব প্রতিযোগিতা মিলে টানা সপ্তম জয়।

শুরু থেকে বল দখলে একচেটিয়া আধিপত্য করা সিটি ১৪ মিনিটে এগিয়ে যেতে পারত। কিন্তু কেভিন ডে ব্রুইনের শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন ব্রাইটনের গোলরক্ষক। ৪১তম মিনিটে বেলজিয়ান মিডফিল্ডারের আরেকটি প্রচেষ্টা রুখে দেন তিনি।

বিরতির আগে দলকে এগিয়ে নেন ফোডেন। বাঁ দিক থেকে ডে ব্রুইনের পাস ধরে ডি-বক্সে ঢুকে ডান পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন এই ইংলিশ মিডফিল্ডার।

৫৮তম মিনিটে দ্বিগুণ হতে পারত ব্যবধান। ইলকাই গিনদোয়ানের প্রচেষ্টা গোলরক্ষক ঝাঁপিয়ে ফেরানোর পর বের্নার্দো সিলভার শট বাধা পায় ক্রসবারে।

যোগ করা সময়ে ডি-বক্সে ডে ব্রুইনেকে সফরকারী গোলরক্ষক ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিকে বল উড়িয়ে মেরে হতাশ করেন স্টার্লিং।

১৬ ম্যাচে ৯ জয় ও ৫ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে সিটি। ১৭ ম্যাচে তাদের সমান পয়েন্ট করে নিয়ে লেস্টার সিটি চারে ও এভারটন পাঁচে আছে। ১৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে আছে ব্রাইটন। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শিরোপাধারী লিভারপুল দুইয়ে, ৩৬ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড শীর্ষে আছে।

 

সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী সেহার

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী সেহার

আফগানদের উড়িয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের

আফগানদের উড়িয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের

ভারতের সঙ্গে সিরিজে সমতা বাংলাদেশের মেয়েদের

ভারতের সঙ্গে সিরিজে সমতা বাংলাদেশের মেয়েদের

হৃদয় ও শামীমের ব্যাটে ভর করে বাংলাদেশের জয়

হৃদয় ও শামীমের ব্যাটে ভর করে বাংলাদেশের জয়

 তামিম আউট, শান্ত-লিটন এগুচ্ছেন

তামিম আউট, শান্ত-লিটন এগুচ্ছেন

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক ধাপ উন্নতি

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক ধাপ উন্নতি