মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ইংরেজী, ১০ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

আইন অমান্যকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে সুজনের সুপারিশ

স্টাফ রিপোর্ট:

২০২১-০১-১২ ১২:২১:৫৬ /

সিলেট নগরীকে ঢেলে সাজানোর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ে মহানগর ট্রাফিক পুলিশের সাথে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে ট্রাফিক পুলিশের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভার শুরুতে সুজনের নেতৃবৃন্দ বলেন, সিলেট মহানগরী এলাকার যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশ যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবি রাখে। তবে এই ধারা অব্যাহত রাখতে হবে। ট্রাফিক পুলিশের সার্বিক কাজগুলো প্রতি ৩মাস অন্তর অন্তর প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে জনগণকে জানালে পুলিশের প্রতি মানুষের আস্থা বৃদ্ধির পাশাপাশি পুলিশের কর্মকান্ড আরও গতি পাবে। এসময় নেতৃবৃন্দ সিলেট মহানগরী এলাকাকে হকারমুক্ত করার জন্য পুলিশকে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভায় করোনাভাইরাসে মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের মাগফিরাত কামনা করা হয়।

 

সভায় ট্রাফিক পুলিশের উপ পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, মহানগরীর ট্রাফিক ব্যবস্থাকে সাজাতে পুলিশ কয়েক ধাপে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সিলেট নগরীর হকারদের শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হয়েছে। তাদেরকে লালদিঘীরপাড়স্থ হকার্স মার্কেটের খালি জায়গায় প্রকৃত হকারদের তালিকা করে বসানো হয়েছে। এসময় তিনি সুজন নেতৃবৃন্দসহ সিলেটের সচেতন মহলের সহযোগীতা কামনা করেন।

 

সভায় ট্রাফিক পুলিশের প্রতি সুজন নেতৃবৃন্দ আহবান জানিয়ে বলেন, প্রচলিত আইন যারা না মেনে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তাহলে অপরাধ করতেও মানুষ ভয় পাবে। পুলিশের এই কাজে যদি কোন সমস্যা দেখা দেয় তাহলে সিলেটের নাগরিক সমাজকে নিয়ে পুলিশকে সার্বিকভাবে সহযোগীতা করা হবে। এসময় ট্রাফিক পুলিশের প্রতি স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক কর্মকান্ডের জন্য সুজনের পক্ষ থেকে ট্রাফিক পুলিশ কৃতজ্ঞতা জানানো হয়।

 

সভায় উপস্থিত ছিলেন- মহানগর ট্রাফিক পুলিশের উপ পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সুজন সিলেটের সহ সভাপতি ও বøাস্টের সিলেট কো-অর্ডিনেটর অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সুজন সিলেটের সাধারণ সম্পাদক ও বেলা সিলেটের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট অ্যাডভোকেট শাহ শাহেদা আক্তার, ট্রাফিক পুলিশের উপ কমিশনার জ্যোর্তিময় সরকার, সহকারী পুলিশ কমিশনার (উত্তর) আবুল খায়ের, সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ) আশিদুর রহমান। 

 
এমআরএম 

এ জাতীয় আরো খবর

ফুটপাত দখল করে ব্যবসা, সিসিকের জরিমানা

ফুটপাত দখল করে ব্যবসা, সিসিকের জরিমানা

 পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আনোয়ারুজ্জামান

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আনোয়ারুজ্জামান

 পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আনোয়ারুজ্জামান

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আনোয়ারুজ্জামান

দায়িত্বগ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত, মেয়র'র কৃতজ্ঞতা

দায়িত্বগ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত, মেয়র'র কৃতজ্ঞতা

কয়েল, মশারি কিছুই মানছে না মশা

কয়েল, মশারি কিছুই মানছে না মশা

শুরুতেই সুসংবাদ: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মেয়র আনোয়ারুজ্জামানের

শুরুতেই সুসংবাদ: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মেয়র আনোয়ারুজ্জামানের