শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইংরেজী, ৭ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

করোনায় প্রেমিক হারিয়েছেন তসলিমা নাসরিন!

সিলেট সান ডেস্ক:

২০২০-১২-৩১ ১১:৩৫:৫৮ /

করোনাভাইরাস কারণে লকডাউনে থাকতে হচ্ছে বলে প্রেমিক হারিয়েছেন বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এমন দাবি করে তিনি বুধবার তার ভেরিফায়েড ফেইসবুক পেজে পোস্ট করেন।

 

তসলিমা নাসরিন এ ঘটনার কথা উল্লেখ করেলও প্রেমিকের নাম জানাননি। এর আগেও তার এ প্রেম বিষয়ে কিছু উল্লেখ করেননি। পোস্টে তিনি লেখেন, ‘আমার প্রেমিক-ভাগ্য খুব খারাপ। একটা যেন তেন প্রেমিক ছিল, সেটিকে লকডাউনের পর বিদেয় করতে হয়েছে। আমি ঘর থেকে বেরোচ্ছি না, এ তার সইছিল না। সে তার চাকরি করতে বাইরে বেরোচ্ছে, অথচ আমি ঘরে বসে দিব্যি কোভিড এড়িয়ে চলছি, আমার জীবনকে কেন আমি তার জীবনের চেয়েও মূল্যবান ভাবছি! আমি বলেছি, আমি যেহেতু বাইরে চাকরি ব্যবসা ইত্যাদি করছি না, আমার বাইরে বেরোনোর দরকার পড়ছে না। আর আমি যদি ঘরে থেকে কোভিড এড়াতে পারি তার তো খুশি হওয়ার কথা, কিন্তু এত সে অখুশি কেন। কেন আমি তার সঙ্গে দেখা করছি না। বলেছি ভ্যাক্সিনের আগে দেখা সাক্ষাৎ কারও সঙ্গেই করব না। আমার সঙ্গেও না?  না তোমার সঙ্গেও না। রেগে আগুন হয়ে গেল। সে আগুন আমি আর নেভাতে চাইনি।

 

প্রেম করার জন্য দেশে হোক, বিদেশে হোক, এমন সব অযোগ্য অপদার্থ লোক আমি বেছেছি, এখন ভাবলে নিজের ওপরই রাগ হয়। আমি বেছেছি বলাটা ঠিক হবে না, আমি কাউকে বাছিনি। কেউ সামনে পড়েছে, আগ্রহ দেখিয়েছে, ফিরিয়ে দিলে কায়দা করে ভিড়েছে, তাদেরই সঙ্গে নিয়ে আমি পথ হেঁটেছি। প্রেমিক বলি তাদের, আসলে প্রেমিক কি কেউই ছিল? গভীর করে ভাবলে বুঝি, কেউই সত্যিকার প্রেমিক ছিল না। আমিই তাদের প্রেমিক ভেবে সুখ পেয়েছি। আমার ওই সুখটার হয়তো দরকার ছিল।’

 

এমআরএম 

এ জাতীয় আরো খবর

Visit Visa. কানাডা যেতে যা করবেন

Visit Visa. কানাডা যেতে যা করবেন

State Minister Shafiq Chowdhury is spending busy time in UAE

State Minister Shafiq Chowdhury is spending busy time in UAE

পাসপোর্ট জমা না রেখেই করা যাবে ভারতীয় ভিসার আবেদন

পাসপোর্ট জমা না রেখেই করা যাবে ভারতীয় ভিসার আবেদন

স্বামীর হাতে স্ত্রীর মারধর ‘ন্যায়সংগত’ : ইউএনডিপির জরিপ

স্বামীর হাতে স্ত্রীর মারধর ‘ন্যায়সংগত’ : ইউএনডিপির জরিপ

অদ্ভুত প্রতিশোধ যুবকের

অদ্ভুত প্রতিশোধ যুবকের

সিলেটে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে জেলা প্রেসক্লাবের মানববন্ধন

সিলেটে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে জেলা প্রেসক্লাবের মানববন্ধন