শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইংরেজী, ৬ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

গরম পানিতে চুল ধুচ্ছেন? জেনে নিন কী কী ক্ষতি হতে পারে

সিলেট সান ডেস্ক:

২০২০-১২-২৯ ০৩:৩২:৩৭ /

প্রতিবছর শীতকাল এলেই গোসলে চলে গরম পানির ব্যবহার। কিন্তু গোসলের সঙ্গে আপনি যদি চুলেও গরম পানি ব্যবহার শুরু করেন, তবে তা ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। মাথার ত্বকের বিভিন্ন সমস্যা, চুল পড়াসহ আরো অনেক সমস্যায় পড়তে পারেন আপনি।

 

বেশির ভাগ বিশেষজ্ঞ চুল ধোয়ার ক্ষেত্রে গরম পানির ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছেন। তাদের মতে, গরম পানি চুলকে যেমন রুক্ষ করে, তেমনি চুলের ত্বকেও দেখা দেয় নানা সমস্যা। গরম পানিতে চুল ধোয়া কতটা বিপদ ডেকে আনতে পারে তা আলোচনা করা হলো।

 

চুল ‍রুক্ষ হয়ে যায়

গরম পানি আপনার চুল এবং মাথার ত্বক থেকে প্রাকৃতিক তেল কেটে ফেলতে পারে, এতে চুল রুক্ষ ও প্রাণহীন দেখায়। সেই সঙ্গে গরম পানির ব্যবহারে আপনার চুল নিস্তেজ হয়ে যাবে।

 

চুল পড়া

নিয়মিত গরম পানিতে চুল পরিষ্কার করলে চুল ভেঙে যেতে পারে। এতে করে চুল পড়ে যায়। গরম পানি মাথার স্কিনের পোরগুলো খুলে দেয়, যা চুলের গোড়া নরম করে ফেলে।

 

মাথার ত্বকে প্রদাহ সৃষ্টি করে

বেশি গরম পানিতে মাথার ত্বকের জ্বালাপোড়া হতে পারে, আপনার মাথার ত্বকের টিস্যুর ক্ষতি হতে পারে। এ ছাড়া চুল ও মাথার ত্বকের পুষ্টি ও অক্সিজেন গ্রহণের পথে বাধা সৃষ্টি করে।

 

খুশকির সমস্যা

মাথার ত্বক শুকিয়ে যাওয়া খুশকির অন্যতম কারণ। আর গরম পানিতে মাথার ত্বক শুকিয়ে যায়। এতে চুলকানি ও খুশকির সমস্যা বাড়ে।

 

সমাধান

খুব বেশি ঠাণ্ডা পানিও মাথার ত্বকের জন্য ভালো না। এ জন্য চুল ধোয়ার জন্য অবশ্যই হালকা গরম পানি ব্যবহার করতে হবে। এতে করে একদিকে যেমন চুলের কোনো ক্ষতি হবে না, তেমনি চুল পরিষ্কারও হবে ভালোভাবে।

 

এমআরএম 

এ জাতীয় আরো খবর

 প্রোস্টেট ক্যান্সারের রোগী দুই দশকে হবে দ্বিগুণ

প্রোস্টেট ক্যান্সারের রোগী দুই দশকে হবে দ্বিগুণ

যেসব ওষুধের দাম কমবে

যেসব ওষুধের দাম কমবে

৮ বছরে ১০ হাজার নরমাল ডেলিভারী : ব্যতিক্রম কিছু করতে চান ডা. ইসমাত

৮ বছরে ১০ হাজার নরমাল ডেলিভারী : ব্যতিক্রম কিছু করতে চান ডা. ইসমাত

প্রসবকালে অসচেতনতাই ফিস্টুলা রোগে আক্রান্ত হওয়ার কারণ: মতবিনিময় সভায় বক্তারা

প্রসবকালে অসচেতনতাই ফিস্টুলা রোগে আক্রান্ত হওয়ার কারণ: মতবিনিময় সভায় বক্তারা

স্বাস্থ্য সুরক্ষা আইনে জেল-জরিমানা থাকায় ভুল চিকিৎসা কমবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য সুরক্ষা আইনে জেল-জরিমানা থাকায় ভুল চিকিৎসা কমবে: স্বাস্থ্যমন্ত্রী

ক্ষত আঙ্গুলে অস্ত্রোপচার করাতে গিয়ে লাশ হল শিশু মারুফা, পেটে সেলাই

ক্ষত আঙ্গুলে অস্ত্রোপচার করাতে গিয়ে লাশ হল শিশু মারুফা, পেটে সেলাই