
২০২৩-০৮-২২ ০৯:০৮:৪৯ / Print
সুনামগঞ্জের জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কের কাটাগাঙ্গ বেইলি সেতু ভেঙে ট্রাক ডুবে চালকসহ নিখোঁজ ২ জন নিখোঁজ রয়েছে। তবে কেউ কেউ বলছে ৩ জন।
তবে কতজন তা নিশ্চিত হওয়া যায়নি। আর তাদের নাম পরিচয় পাওয়া যায় নি। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় দিকে জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কের কাটাগাঙ্গ বেইলি সেতু ভেঙে যাওয়ায় ঘটনাটি ঘটে।
ঘটনার পর থেকে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এসড়কের উভয় পাশে যানবাহন আটকে আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,পাগলা জগন্নাথপুর আউশকান্দি রাণীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এ বেইলি সেতু দীর্ঘদিনের পুরনো। ট্রাকটি সেতু পার হওয়ার সময় অতিরিক্ত সিমেন্ট বহন করায় স্টিলের পাটাতন খুলে ট্রাকটি নলজোড় নদীতে তলিয়ে যায়।
এ দুর্ঘটনার আগেও অনেকবার বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ার কারণে যানবাহন চলাচল বন্ধ ছিল। আরও জানাযায়,গেল দুই বছর ধরে রাজধানী ঢাকা থেকে সুনামগঞ্জ ২ ঘণ্টা সময় সাশ্রয় করতে এ রুট যানবাহন চলাচল চালু হয়।
চালুর পর থেকে এ রুটে যাত্রীবাহী বাস,মিনিবাস ও ট্রাক চলাচল করে। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান,খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশসহ এলাকায় মিলে উদ্ধার তৎপরতা চালাচ্ছি।
ডুবুরি দলকে খবর দেয়া হয় তারাও উদ্ধার অভিযান পরিচালনা করছে। তিনি প্রতক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও জানান,সিমেন্টের বস্তা বোঝাই ছিল ট্রাকটি। ট্রাকে ডাইবার ও তার হেলপার ছিল। সেতু টিতে উঠার পরেই ভেঙে পানিতে তলিয়ে যায়।