
২০২৩-০৮-১৫ ১৭:০১:২৫ / Print
সিলেট ১৩ রোটারেক্ট ক্লাব ও জালালাবাদ চক্ষু হাসপাতালের সহহযোগিতায় আই ক্যাম্প সম্পন্ন হয়েছে। রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট ৩২৮২ সিলেট এরিয়ার ১২টি ও চট্টগ্রামের ১টি ক্লাব এবং জালালাবাদ চক্ষু হাসপাতালের এই ক্যাম্পের আয়োজন করে।
১৫ আগস্ট মঙ্গলবার নিউ সেন্ট্রাল ফার্মা হাউজিং এস্টেট গেইট সংলগ্ন এলাকায় সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ১৫০ জন দরিদ্র এবং সুবিধা বঞ্চিত রোগীদের মধ্য চক্ষু ও ছানি রোগ নির্ধারণ করে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ ডিস্ট্রিক গভর্নর ইলেক্ট রোটারিয়ান এ এইচ এম ফয়সাল আহমেদ।,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, নবনির্বাচিত ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেফুল। রোটারিয়ান্দের মধ্য উপস্থিত ছিলেন রোটাঃ পিপি জাকির আহমেদ চৌধুরী, রোটাঃ পিপি আলহাজ এম এ রকিব,
রোটাঃ পিপি কয়েস আহমেদ সুমন, রোটারি ক্লাব অব জালালাবাদ এর প্রেসিডেন্ট রোটাঃ মঞ্জুর আল বাসেত,রোটারি ক্লাব অব সিলেট রিগ্যাল সিটির প্রেসিডেন্ট এস রহমান সায়েফ, জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ হাসান, ডা. নাহিয়ান বখত,
অপটোমেট্রিস্ট খালেদ আল রকিব, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হাসান, কাউন্সিলর পিংকু আব্দুর রহিম এছাড়াও রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন ৩২৮২ এর ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটা. লায়েক আহমেদ,ও রোট. পিপি সহিদুল ইসলাম এডিশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি আসিস কুমার গৌতম,
ডি আর আর চিফ রিপ্রেজেন্টেটিভ রোঃ পিপি জাহাঙ্গীর হাসান, ডিস্ট্রিক্ট কো-ওর্ডিনেটর রোঃ পিপি জিয়া উদ্দীন,রোঃপিপি আদীব ওবায়েদ হক,রোঃ পিপি তাসফিয়া মুমু, রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ রো: পিপি তামিম আহমেদ চৌধুরী, যোনাল রিপ্রেজেন্টেটি রোঃ মিজানুর রহমান রোঃ দুর্জয় রায়,
রোঃ সেপার আহমদ ও মোঃ আব্দুল্লাহ রিজিওনাল সেক্রেটারি রো: মহসিন হাসান এবং আয়োজক সকল ক্লাবের প্রেসিডেন্ট ও রোটার্যাক্টর বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডিজি ইলেক্ট প্রথমেই পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন রোটারী ইন্টারন্যাশনালের যুব সংগঠন রোটারেক্টদের ধন্যবাদ জানান।
তিনি তাদের এই আয়োজনকে উৎসাহিত করে তিনি বলেন, রোটারী এবং রোটারেক্ট একসাথে কাজ করে যাবে মানবতার জন্য সেই লক্ষ্যে তিনি তার রোটারি বর্ষে ২০২৪-২৫ রোটারেক্ট দের নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা ব্যক্ত করেন, এবং তিনি জালালাবাদ
চক্ষু হাসপাতাল এর কর্মকর্তা চিকিৎসক যারা এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি রোটারির পাশে থেকে সমাজের বঞ্চিত অবহেলিত মানুষদের চোখের চিকিৎসার জন্য কাজ করার আহ্বান জানান। পরে তিনি অতিথিবৃন্দকে নিয়ে তাদের কার্যক্রমগুলো ঘুরে দেখেন।