
২০২৩-০৮-০১ ২১:৪৬:২৪ / Print
গ্রাহকের ৩ কোটি টাকা মেরে উল্টো কোম্পানির মাঠকর্মীদের বিরুদ্ধে মামলা করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ডায়মন্ড লাইফ ইন্সুইরেন্স কোম্পানী সুনামগঞ্জ শাখার নারী কর্মীরা।
এর আগে এই ৪০ জন নারী মাঠকর্মীরা টাকা ফেরৎ ও বিচারের দাবিতে মানববন্ধনও করেছেন। অভিযুক্ত তৌহিদ হোসেন বাবু এই বীমা কোম্পানির সুনামগঞ্জ শাখার সাবে ক ডিএমডি।
সোমবার শহীদ জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরির হলরুমের সংবাদ সম্মেলনে সবার পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করে শোনান সুনামগঞ্জ শাখার ইডি সম্পা বেগম। তিনি জানান, ২০১৫ সাল থেকে ৪০ জন নারী মাঠকর্মীকে নিয়োগ দেন ডায়মন্ড লাইফ ইন্সুইরেন্স সুনামগঞ্জ শাখার ডিএমডি তৌহিদ হোসেন বাবু।
মাঠকর্মীরা ইন্সুইরেন্স করানোর জন্য গ্রাহকদের কাছ থেকে তিন বছরের প্রায় ৩ কোটি টাকা সংগ্রহ করে কোম্পানির ডিএমডি বাবুর কাছে দেন। শুধু গ্রাহক নয়, কোম্পানির মাঠকর্মীদের প্রমোশনের কথা বলে বিভিন্ন সময়ে নগদ টাকা, ব্লাঙ্ক চেক ও নন জুডিশিয়াল স্টাম্পে স্বাক্ষর নেয়া হয়।
পরে গ্রাহক ও কর্মীদের টাকা ফেরৎ না দিয়েই পালিয়ে যায়। পরবর্তীতে কোম্পানির উর্ধতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করে জানতে পারি ডিএমডি বাবু এবং তার সকল কার্যক্রম ভূয়া। উর্ধতন কতৃপক্ষ এ বিষয়ে কিছুই জানেন না।
গ্রাহকদের টাকা মাঠকর্মীরা ফেরৎ চাইলে পূর্বের জমা নেয়া ব্লাঙ্ক চেক ও স্টাম্পে মনগড়া কথাবার্তা লিখে অফিসের কর্মীদের বিরুদ্ধে উল্টো মামলা দায়ের করে এই প্রতারক। তারা আরও জানায়, গ্রাহকের টাকা নিয়ে অভিযুক্ত ডিএমডি বাবু পৌর শহরে গাড়ি, বাড়ি ও জায়গা কিনেছেন।
এছাড়াও একটি হেলিকপ্টার কোম্পানির সাথে যুক্ত হয়েছে। গ্রাহকের টাকার চাপে কর্মীরা এখন ঘরবাড়ি, আত্মীয় স্বজন ছাড়া হয়ে অসহায় হয়ে পড়েছেন। লপ্রতারক এই বাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসন সহ সরকারের নিকট দাবী জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে ডায়মন্ড লাইফ ইন্সুইরেন্স কোম্পানী সুনামগঞ্জ শাখার ডিএমডি তৌহিদ হোসেন বাবুর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।