
২০২৩-০৫-২৯ ১১:২৯:৫২ / Print
সিলেটের কোম্পানীগঞ্জে ভারত থেকে চোরাইপথে আনা ৬০ বস্তা চিনিসহ ৩ চোরাকারবারিকে আটক করা হয়েছে। সোমবার ভোরে দক্ষিণ রণিখাই ইউনিয়নের পূর্ণাচ্ছগ্রামে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-কোম্পানীগঞ্জের দলইরগাঁও মাঝপাড়া মকবুল আলীর ছেলে মো. শেখ উদ্দিন, একই গ্রামের কুতুব উদ্দিনের ছেলে আব্দুর রহিম ও মৌলভীবাজারের রাজনগর উপজেলার কালাইগুল গ্রামের আবদুস সাত্তার কালা মিয়ার ছেলে শাহ আরফিন।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে চিনিগুলো ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে দেশে এনেছে বলে স্বীকার করেছেন। এঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।