
২০২৩-০৫-২৯ ১১:০৮:১২ / Print
গোলাপগঞ্জ নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রেববার সীমান্তিকের নতুন দিন প্রকল্পের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করেছে।
ইউসএআইডি ও এমএসসির সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কড়মকড়তা ডাঃ সুদর্শন সেন।
সীমান্তিকের নতুন দি প্রকল্পের সুপারভাইজার জাহিদুর রহমান লস্করের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার মাহমুদ হক রিফাত, সীমান্তুক নতুন দিন প্রকল্পের টিম লিডার আব্দুল হামিদ, অঞ্জলি রাণী মালাকার, ফাহিমা আক্তার ও শেফালী বেগম।