
২০২৩-০৫-২৫ ১০:২২:৩৪ / Print
৭ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন সিলেটের সদরদপ্তর দক্ষিণ সুরমার লালাবাজারে বৃহস্পতিবার মাসিক কল্যান ও অপরাধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও রিজার্ভ অফিসার এসআই টিপু সুলতানের পরিচালনায় অস্থায়ী সদর খাগড়াছড়ি থেকে অনলাইনে সংযুক্ত ছিলেন সহ-অধিনায়ক পুলিশ সুপার কাজী আব্দুর রহিম,
রিয়ার সদর আশুলিয়া ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্পের অফিসাররা। সভায় গত এপ্রিল ২৩ মাসের বিভিন্ন ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ এসআই নুরুল হুদা, এসআই জীবনানন্দ, এএসআই আকাশ মুন্ডা, এএসআই পলাশ শাহ, কনস্টেবল মোস্তাক আহমেদকে পুরস্কৃত করা হয়।
সভাপতির বক্তব্যে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম ব্যাটালিয়নের সকল সদস্যদের সঠিক দায়িত্ব পালনের নির্দেশ করে বলেন ভাল কাজ করলে যেমন সাথে পুরস্কার আছে তেমনি খারাপ কাজের জন্য শাস্তিও রয়েছে।
তিনি সদস্যদের সমস্যার কথা মনোযোগসহকারে শোনে তাৎক্ষণিকভাবে কিছু সমস্যা সমাধান এবং কিছু সমস্যা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সমাধান করার নির্দেশ দেন।