বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইংরেজী, ১২ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

বিএনপি নেতা চাঁদের শাস্তির দাবিতে গোয়াইনঘাটে আ'লীগ ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার গোয়াইনঘাট ::

২০২৩-০৫-২২ ০৬:৪৫:৪৬ /

রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এ সময় তারা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্ত মুলুক শাস্তির দাবি জানান।

সোমবার (২২ মে) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাব সম্মুখ থেকে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। স

মাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে হত্যার হুমকি দেওয়া দেশ দ্রোহিতার সামিল।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যতদিন রাজপথে আছে ততদিন শেখ হাসিনার দিকে আঙ্গুল তোলার দুঃসাহস যেন কেউ না করে।

অতিসত্বর আবু সাঈদকে গ্রেফতার করতে হবে। নইলে আওয়ামী লীগের নির্দেশ মোতাবেক আমরা গণ আন্দোলনে যাবো।

এর আগে ১৯ মে সরকারের পদত্যাগ, মামলা ও গণ গ্রেফতার বন্ধ, দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি।

সেই সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আব্দুল হাসিব মামুন, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান,

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাহাঙ্গীর কবির হেলাল,

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম,

পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. নিজাম উদ্দিন,

গোয়াইনঘাট উপজেলা তাতী লীগের সভাপতি দীপক চক্রবর্তী নান্টু, সাধারণ সম্পাদক সাহীন আহমদ সাবুল, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সভাপতি সুফিয়ান আহমদ,

সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, ফতেহপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন,

যুবলীগ নেতা, আফাজ উদ্দিন, কামাল হোসেন, জুবায়ের আহমদ, মাসুক আহমদ ও সুহেল আহমদ প্রমুখ।

এ জাতীয় আরো খবর

দেবাশীষ দেবুর মায়ের মৃত্যুতে ইমজা শোক

দেবাশীষ দেবুর মায়ের মৃত্যুতে ইমজা শোক

পরলোকে সাংবাদিক দেবাশীষ দেবুর মা

পরলোকে সাংবাদিক দেবাশীষ দেবুর মা

জৈন্তাপুরে বজ্রপাতে ইমামের মৃত্যু

জৈন্তাপুরে বজ্রপাতে ইমামের মৃত্যু

শনিবার ৮ ঘন্টা গ্যাস থাকবে না

শনিবার ৮ ঘন্টা গ্যাস থাকবে না

রাগ করে স্ত্রী চলে যাওয়ায় বাবাকে খুন করল ছেলে

রাগ করে স্ত্রী চলে যাওয়ায় বাবাকে খুন করল ছেলে

বৌভাতে যাওয়া হলনা তাদের: দরবস্তে পিকআপ-লেগুনার সংঘর্ষে নিহত বেড়ে ৬

বৌভাতে যাওয়া হলনা তাদের: দরবস্তে পিকআপ-লেগুনার সংঘর্ষে নিহত বেড়ে ৬