
২০২৩-০৫-১৭ ১১:১০:২১ / Print
গোলাপগঞ্জে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন করা হয়েছে। বুধবার উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া (বড় মোকাম) এলাকায় এ দিবসটি পালন করা হয়।
গোলাপগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসূমী মান্নান।
ফুলবাড়ী ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মনছুর আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন পৌরমেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম,
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ গৌতম পাল, পৌর কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, শেফা বেগম ও উপজেলা উপসহকারী কৃষি উদ্বিদ সংরক্ষণ কর্মকতা হরেকৃষ্ণ সরকার।