
২০২৩-০৫-১৫ ০৯:১১:০০ / Print
লন্ডনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্হাপন করায় আফছার খান সাদেককে টাওয়ার হ্যামল্যাটস কাউন্সিল সিভিক এওয়ার্ডে সম্মানীত করেছে ।
ব্রিটেনের পরিচিত মুখ লন্ডন আওয়ামী লীগ এর যুগ্মসম্পাদক আফছার খান সাদেক। তিনি লন্ডনে জাতির পিতার প্রথম ভাস্কর্য স্হাপন করেন ২০১৬সালে যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন বাংলাদেশ সরকারের তৎকালীন রেলমন্ত্রী সুরন্জিত সেন গুপ্ত এম, পি ।
জাতির পিতার এই ভাস্কর্য বৃটেন বাংলাদেশের মধ্যে ব্রিজ সৃস্টি করেছে , ইতিমধ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য অনেক সুনাম কুড়িয়েছে দেশি বিদেশী অনেক পর্যটকের কাছে। বাংলাদেশের স্হপতি শেখ মুজিবুর রহমানের এই ভাস্কর্য ইংল্যান্ড এক দর্শনীয় স্হান হিসেবে পরিগনিত করেছে ইংল্যান্ড এর ব্লুবেইজ ট্যুর গাইড।
প্রত্যেক দিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা আসেন জাতির পিতার ভাস্কর্য দেখতে এবং বাংলাদেশকে জানতে । এ পর্যন্ত কয়েকশত দর্শনীর্থী পরিদর্শন বইতে মন্তব্য লিখেছেন । বাংলাদেশের মন্ত্রী, এম,পি রাজনৈতিক নেত্রীবৃন্দ দেশী বিদেশী পর্যটক ।
ইতিমধ্যে আফছার খান সাদেক বৃটেনের রাণী এলিজাবেথ, ব্রিটিশ প্রধানমন্ত্রী , বাংলাদেশের রাস্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী , মন্ত্রী , শিক্ষাবিদ,
সাহিত্যকদের লেখনি নিয়ে মান সম্পন্ন প্রকাশনা প্রচার করা হয়েছে। আফছার খান সাদেক তার এই সম্মাননা মুক্তিযুদ্ধের সমগ্র বাঙ্গালীকে উৎসর্গ করেছেন । বঙ্গবন্ধু সকলের ।