
২০২৩-০৪-২৯ ১৬:২৩:৩৪ / Print
মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সিলেটের কৃতি সন্তান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রথম মৃত্যুবার্ষিকী আজ রোববার। গত বছরের ৩০ এপ্রিল মারা যান তিনি।
আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে সকালে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পন, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
‘সম্মিলিত নাগরিক উদ্যোগ’ সিলেটের উদ্যোগে সকাল ১১টায় মরহুমের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ। সন্ধ্যা ৭টায় সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা ক্রীড়া কমপ্লেক্সের হলরুমে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কর্মসূচী পালন করবে।