শনিবার, ২৭ জুলাই ২০২৪ইংরেজী, ১২ শ্রাবণ ১৪৩১ বাংলা ENG

শিরোনাম : গবেষণা : শকুনের সংখ্যা কমায় বেড়েছে মানুষের মৃত্যুর হার ছাত্রদের সাথে মিশে তৃতীয় পক্ষ সিলেটে নাশকতা চালিয়েছে: এসএমপি কমিশনার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে শাবি শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের সঙ্গে বাক বিতন্ডা বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা আন্দোলনে নেমে দুষ্কৃতকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না: জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, ফুটো হয়ে গেছে কানের ওপরের অংশ লাফার্জহোলসিম'র টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা পরিদর্শণে নাসিক আমাদের সিলেট হলো সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত : ইসকন মন্দিরে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বিপিজেএ’র বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ইউসুফ আলী সংবর্ধিত নানা আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত

জুড়ীতে মসজিদের টাকা নিয়ে কথা কাটাকাটি, সংঘর্ষে নিহত ১

জুড়ী প্রতিনিধি ::

২০২৩-০৪-১৪ ১৯:৩৩:৫৬ /

মৌলভীবাজারের জুড়ীতে মসজিদের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জলিল মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামের দক্ষিণ চাটেরা নতুন মসজিদ এলাকায় শুক্রবার সন্ধ্যা ৭টার এই ঘটনা ঘটে।আহতরা হলেন- জলিল মিয়ার ছেলে আব্দুল কাদির রনি (২৬),

সাহিদ (২৪), জলিল মিয়ার আত্মীয় আলীপুর গ্রামের তাহির আলীর ছেলে সাহেদ আহমদ (১৮), অপর পক্ষে ছিনু মিয়ার ছেলে তারেকুল ইসলাম (৩৫), মজহর আলীর ছেলে ইয়াছিন (৪৫), ইয়াছিনের ছেলে সৌরভ আহমেদ (১০)।

বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার উপ পরিদর্শক (এসআই) অঞ্জন কুমার দাস।

স্থানীয় সূত্রে জানা গেছে, জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামের দক্ষিণ চাটেরা নতুন মসজিদের টাকা নিয়ে শুক্রবার জুমার নামাজের সময় একই গ্রামের ইয়াছিন মিয়া ও তারা মিয়ার সাথে কথা কাটাকাটি হয় জলিল মিয়ার।

ইফতারের পর ইয়াছিন মিয়া ও তারা মিয়ার নেতৃত্বে কয়েকজন জলিল মিয়ার বাড়িতে হামলা করেন। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই জলিল মিয়া নিহত হন। এ ঘটনায় তার ছেলে কাদির মিয়া গুরুতর আহত হয়েছেন।

এছাড়া উভয় পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ও নিহত জলিল মিয়ার ফুফুতো বোন রিনা বেগম বলেন, ‘জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ চাটেরা গ্রামে ৪-৫ বছর আগে একটি মসজিদ স্থাপন করা হয়।

মৃত মজহর আলীর মেয়ে যুক্তরাজ্য প্রবাসী জোসনা বেগম মসজিদের নামে ভূমি দান করেন। জোসনা বেগমরা ৮ বোন। তাদের কোন ভাই না থাকায় মামাতো ভাই জলিল মিয়া তাদের সম্পদ দেখাশোনা করেন। তিনি মসজিদের মুতাওয়াল্লিও।‘

জোসনা বেগমের চাচাতো বোনের ছেলে তারা মিয়া মসজিদের ক্যাশিয়ার। অনেকদিন থেকে মজহর আলীর জমি নিয়ে জলিল মিয়া ও তারা মিয়ার মধ্যে বিরোধ চলছিল।

কিছু দিন পূর্বে উপজেলা চেয়ারম্যান মসজিদে বিশ হাজার টাকা অনুদান দিয়েছিলেন। শুক্রবার (১৪ এপ্রিল) জুমার সময় জলিল মিয়া উক্ত টাকার হিসাব চান।

এ নিয়ে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।’‘সন্ধ্যায় ইফতার শেষে মসজিদে নামাজ পড়ে নিজ বাড়িতে যেতে চাইলে তারা মিয়া ও ইয়াছিনের নেতৃত্বে ১৫-২০ জন লোক জলিল মিয়ার ওপর হামলা চালায়। জলিল মিয়া প্রাণ রক্ষার্থে দৌড়ে বাড়িতে যেতে চাইলে বাড়ির উঠানে গিয়ে হামলাকারীরা লাঠি দিয়ে পেটাতে থাকে।

সাথে সাথে জলিল মিয়ার ছেলেরাও পাল্টা হামলা চালালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।’জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অসিত দেবনাথ বলেন, ‘নিহতের মাথায় গুরুতর জখম রয়েছে।

হাসপাতালে ৭ জন চিকিৎসা নিয়েছেন।তাদের মধ্যে ৩ জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে।

’জুড়ী থানার উপ পরিদর্শক (এসআই) অঞ্জন কুমার দাস বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। অন্যদিকে পুলিশ হেফাজতে ইয়াছিন মিয়া ও তার ছেলে কামরুলকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হবে।’

এ জাতীয় আরো খবর

কুলাউড়ায় রেললাইনে পারুলের ক্ষত বিক্ষত মরদেহ

কুলাউড়ায় রেললাইনে পারুলের ক্ষত বিক্ষত মরদেহ

জুড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

জুড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

যমজ সন্তানকে  হত্যা, মা আটক

যমজ সন্তানকে হত্যা, মা আটক

চতুর্থবারের মতো নির্বাচিত মন্ত্রী শাহাবউদ্দিন

চতুর্থবারের মতো নির্বাচিত মন্ত্রী শাহাবউদ্দিন

মৌলভীবাজার-৪ আসনে আব্দুস শহীদ বেসরকারিভাবে নির্বাচিত

মৌলভীবাজার-৪ আসনে আব্দুস শহীদ বেসরকারিভাবে নির্বাচিত

বড়লেখায় র‌্যা ‘র হাতে অজ্ঞান পার্টির ২ হোতা গ্রেপ্তার

বড়লেখায় র‌্যা ‘র হাতে অজ্ঞান পার্টির ২ হোতা গ্রেপ্তার