রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ইংরেজী, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বাংলা ENG

দক্ষিণ সুরমায় নামাজরত অবস্থায় স্ত্রীকে হত্যা, ঘরজামাই’র মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্ট ::

২০২৩-০৪-০৫ ০৫:১৯:৫১ /

সিলেটের দক্ষিণ সুরমায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যু দন্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদৎ হোসেন প্রমানিক এ আদেশ দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মনির আলী দক্ষিণ সুরমার আদিত্যপুর গ্রামের মৃত ওয়াসিদ আলীর ছেলে। দক্ষিণ সুরমার লাউয়াই উমরকবুল গ্রামের শ্বশুর বাড়িতে বসবাসকালে ২০১৭ সালের ৫ জুন জোহরের নামাজরত অবস্থায় স্ত্রী সাহানা আক্তারকে কুপিয়ে হত্যা করেন মনির আলী।

আদালতের পিপি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল জানিয়েছেন, দক্ষিণ সুরমার লাউয়াই উমরকবুল গ্রামে স্ত্রী সাহানার পিতার বাড়িতে থাকতেন মনির আলী।

ঘরজামাই হিসেবে বসবাস করার পরও যৌতুকের টাকার জন্য স্ত্রীকে প্রায়ই চাপ দিতেন। টাকার জন্যই তাকে নামাজরত অবস্থায় কুপিয়ে খুন করেন মনির।

খুনের দৃশ্য তাদের একমাত্র মেয়ে ৫ বছর বয়সী ফাইজা আক্তার দেখে ফেলে। ২০২২ সালে ৯ বছর বয়সে আদালতে পিতার বিরুদ্ধে সে সাক্ষ্যও দেয়।

এর আগে ঘটনার পর ৫ বছর বয়সী ফাইজা পুলিশের কাছে খুনের বর্ণনা দেয়। ফাইজার বর্ণার প্রেক্ষিতে পরবর্তীতে আদালতে দায় স্বীকার করে জবানবন্দিও দেন মনির।

হত্যাকান্ডের ঘটনায় সাহানার ভাই পারভেজ আলী বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা করেন। ২০১৭ সালের ৩১ অক্টোবর তদন্ত কর্মকর্তা জগত জ্যোতি দাস আদালতে মনিরকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

 

২০২২ সালের ২৫ মে থেকে বিচার শুরু হয়। ১২ জনের মধ্যে ১১ জন আদালতে সাক্ষ্যদেন। এরমধ্যে শিশু ফাইজাও রয়েছে।

এ জাতীয় আরো খবর

ফেঞ্চুগঞ্জে দোকান কর্মচারী সজল হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন  কারাদণ্ড

ফেঞ্চুগঞ্জে দোকান কর্মচারী সজল হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

সুবিদবাজারে ডাচ-বাংলার এটিএম বুথ থেকে ২৬ লাখ টাকা গায়েব

সুবিদবাজারে ডাচ-বাংলার এটিএম বুথ থেকে ২৬ লাখ টাকা গায়েব

জৈন্তাপুরে ভাবীকে খুন, দেবর ও জা’র যাবজ্জীবন কারাদণ্ড

জৈন্তাপুরে ভাবীকে খুন, দেবর ও জা’র যাবজ্জীবন কারাদণ্ড

 প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ওবায়দুল হাসান

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ওবায়দুল হাসান

আড়াই বছর পর মামলার রায়: পরাজিত মেয়র প্রার্থী ফারুক আহমদকে বিজয়ী

আড়াই বছর পর মামলার রায়: পরাজিত মেয়র প্রার্থী ফারুক আহমদকে বিজয়ী

সিলেটে হত্যা মামলার রায়: দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড

সিলেটে হত্যা মামলার রায়: দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড