
২০২৩-০৩-২৭ ০৪:০৩:২১ / Print
সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল আর নেই।
আজ সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য রোগে ভূগছিলেন। নজরুল ইসলাম বিলাল খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন।
আজ সোমবার বাদ আছর খাদিমপাড়া ইউনিয়নের খিদিরপুর (দত্তগ্রাম) কেন্দ্রীয় জামে মসজিদে নজরুল ইসলাম বিলালের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।