সোমবার, ২৯ মে ২০২৩ইংরেজী, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বাংলা ENG

শিরোনাম : তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত এরদোয়ান: বিশ্বনেতাদের অভিনন্দন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর 'জুলিও কুরি' পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী পালন সিলেটে এক বছরে ২২ হাজার শিশুর মধ্যে ৩৭ শতাংশের জন্ম অস্ত্রোপচারে ৮ বছরে ১০ হাজার নরমাল ডেলিভারী : ব্যতিক্রম কিছু করতে চান ডা. ইসমাত ইউজিসি চেয়ারম্যানকে সিকৃবি উপাচার্যের অভিনন্দন ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার: অবসর ভাতাই কাল, স্ত্রী ও দুই মেয়েসহ গ্রেপ্তার ৪ টাঙ্গুয়ার হাওরে পুড়ানো হল ২ লাখ টাকার অবৈধ জাল ওসমানী বিমানবন্দরে প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল গাফফার চৌধুরী খসরু সংবর্ধিত জৈন্তাপুরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি বিষয়ক মাঠ দিবস পালন চাচাতো ভাইয়ের দায়ের কোপে মারা গেলেন বোন জেসমিন

সিলেটের মাঠে বাংলাদেশের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক ::

২০২৩-০৩-২৩ ১৪:৪৬:০৬ /

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সফরকারী আয়ারল্যান্ডকে হারায় ১০ উইকেটের ব্যবধানে।

আয়ারল্যান্ডের করা ১০১ রানের জবাবে জবাবে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছায় মাত্র ১৩.১ ওভারে। অধিনায়ক তামিম ইকবাল ৪১ বলে ৪১ রানে এবং লিটন দাস ৩৮ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন।

এটা বাংলাদেশের দ্রুততম জয়ের রেকর্ড না হলেও এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ১০ উইকেটে জেতার কীর্তি গড়েছে বাংলাদেশ। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৫ রানের লক্ষ্যে ১১.৫ ওভারে জয়ের রেকর্ড বাংলাদেশের দ্রুততম।লিটন দাসের ৫০ রানের ইনিংসে ছিল ১০টি চারের মার, অন্যদিকে তামিম ইকবালের ৪১ রানের ইনিংসে ছিল ৫ চার ও ২টি ছক্কা।

এরআগে তিন পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের সৌজন্যে বাংলাদেশ প্রথমবারের মতো প্রতিপক্ষের ১০ উইকেটই নেয়। ক্যারিয়ার সেরা বোলিং করা হাসান ৮.১ ওভারে এক মেডেনসহ ৩২ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।

তাসকিন ৩ ও ইবাদত হোসেনের শিকার ২ আইরিশ ব্যাটসম্যান। বৃহস্পতিবার বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাটিং বেছে নেয় সফরকারীরা। বল হাতে মাঠে নেমে স্বাগতিকরা শুরু থেকেই আইরিশ ব্যাটসম্যানদের চেপে ধরে।

ইনিংসের পঞ্চম ওভারে ওপেনার স্টেফেন ডোহেনিকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে প্রথম আঘাত হানেন পেসার হাসান মাহমুদ। ডোহেনি ব্যক্তিগত ৮ রানে ফিরে যাওয়ার পর দলীয় ২৬ রানের মধ্যেই ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড।

ডোহেনির পর অন্য ওপেনার পল স্টার্লিং ৭ রান করেন। চার নম্বরে নামা হ্যারি টেক্টর রানের খাতাই খুলতে পারেননি। একই ওভারে লেফ বিফোরের ফাঁদে ফেলে এই দুই ব্যাটারকে ফেরান এই বাংলাদেশি পেসার।হাসান মাহমুদের উইকেট শিকারের উৎসবে এরপর শামিল হন তাসকিন আহমেদ।

ইনিংসের দশম ওভারে তার বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বলবার্নি।পাওয়ার প্লের মাঝে ৪ উইকেট হারানো আইরিশরা কিছুটা স্বস্তি পায় পঞ্চম উইকেটে উইকেটকিপার-ব্যাটসম্যান লরকান টাকার ও অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফারের জুটিতে। পঞ্চম উইকেটে এই জুটি থেকে আসে ৫৭ বলে ৪২ রান।

তবে ১৯তম ওভারের শেষ দুই বলে টাকার (২৮) ও নতুন ক্রিজে আসা জর্জ ডকরেলকে (০) ফিরিয়ে আবারও আইরিশদের ব্যাকফুটে ঠেলে দেন ইবাদত হোসেন।

২২তম ওভারে ফের জোড়া উইকেট হারায় আয়ারল্যান্ড। এ যাত্রায় অ্যান্ডি ম্যাকব্রাইন (১) ও মার্ক এডেইরকে (০) ফেরান তাসকিন।এক প্রান্ত আগলে ব্যাট করে যাওয়া ক্যাম্ফারকে (৩৬) ইনিংসে নিজের চতুর্থ শিকার বানান হাসান।

আর নিজের নবম ওভারের প্রথম বলে গ্রাহাম হিউমকে লেগ বিফোরের ফাঁদে ফেলে পেয়ে যান ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট। ৮ ওভার ১ বল করে এক মেডেনসহ ৩২ রানে ৫ উইকেট পান তিনি।

এ জাতীয় আরো খবর

সিলেটের মাঠে বাংলাদেশের সিরিজ জয়

সিলেটের মাঠে বাংলাদেশের সিরিজ জয়

 সিলেটের মাঠে আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড

সিলেটের মাঠে আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড

সিলেটের চরগাঁও যুব সমাজের মিডবার  নাইট ফুটবল প্রিমিয়ার লীগ সম্পন্ন

সিলেটের চরগাঁও যুব সমাজের মিডবার নাইট ফুটবল প্রিমিয়ার লীগ সম্পন্ন

হোয়াইটওয়াশ এড়িয়ে টেবিল চারে টাইগাররা

হোয়াইটওয়াশ এড়িয়ে টেবিল চারে টাইগাররা

হোয়াইটওয়াশ এড়াতে ব্যাটিংয়ে বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়াতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  বাংলাদেশকে ৩২৭ রানের বিশাল টার্গেট দিল ইংল্যান্ড

বাংলাদেশকে ৩২৭ রানের বিশাল টার্গেট দিল ইংল্যান্ড