
২০২৩-০৩-২২ ১১:৩১:০৪ / Print
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক সালেহ আহমদ কে সম্মানা প্রদান করা হয়েছে।
আজ ২২ মার্চ বুধবার বিকালে নগরীর ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি মার্কেটের হলরুমে এ সম্মানা প্রদান করা হয়।
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সিলেট মহানগর শাখার সহ সভাপতি আলহাজ্ব আবলুছ মিয়া তিতা শাহ’র সভাপতিত্বে ও মহানগর শাখার সদস্য সচিব লুৎফুর রহমানের পরিচালনায়
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শাখার সভাপতি ট্রাষ্টি সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক।
বক্তৃতা দেন সংবর্ধিত অতিথি সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক সালেহ আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের আজীবন সদস্য ছাদিকুর রহমান, মাছুম আহমদ, মোশারক হোসেন, আমিরুল ইসলাম কবির,
মাষ্টার রহমত উল্লাহ, ভোরের কাগজের ফটো সাংবাদিক সোহেল আহমদ, দৈনিক জৈন্তা বার্তার ফটো সাংবাদিক মোঃ ফুল মিয়া, আখলাকুল আম্বিয়া প্রমুখ।