
২০২৩-০৩-০৪ ১৪:০৫:৫৮ / Print
উত্তর অস্ট্রেলিয়ার প্লাবিত কালকারিন্দজি এলাকা থেকে বাসিন্দাদের উদ্ধার করতে গিয়ে একটি ১৭ বছর বয়সী কিশোর কুমিরের আক্রমণে আহত হয়েছে।
প্রবল বন্যায় দিকহারা হয়ে পড়েছে জলের কুমিরও। ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় এক বাসিন্দা জানান, নিরাপদ আশ্রয়ে যাওয়ার পথে কুমিরটি তাকে পায়ের পেছনে কামড় দেয়। তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।
ভারী বর্ষণে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের কয়েকটি প্রত্যন্ত গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা দুর্গতদের উদ্ধার তৎপরতা শুরু করেছে দেশটির সেনাবাহিনী।
অস্ট্রেলিয়ার উত্তর অঞ্চলের মন্ত্রী চ্যান্সি পেচ জানিয়েছেন, ভিক্টোরিয়া নদীর তীরবর্তী কালকারিন্দজি অঞ্চল থেকে প্রায় ৭০০ জনকে ৭৭০ কিলোমিটার দূরে ডারউইন অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে।
তাদের মধ্যে ৩৫ জনকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার উত্তর অঞ্চলের মন্ত্রী চ্যান্সি পেচ জানিয়েছেন, ভিক্টোরিয়া নদীর তীরবর্তী কালকারিন্দজি অঞ্চল থেকে প্রায় ৭০০ জনকে ৭৭০ কিলোমিটার দূরে ডারউইন অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে।
তাদের মধ্যে ৩৫ জনকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ন্যান্সি পেচ-এর মুখোপাত্র জানান, বন্যার কারণে নদীর কুমির বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বারলি শহর বন্যায় তলিয়ে যায়। এর আগে ২০১৯ সালে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে বসতিগুলোতে সাপ ও কুমির ছড়িয়ে পড়ে।