
২০২৩-০২-২৭ ২০:০৫:৩২ / Print
সিলেটে মাদক মামলায় বিভিন্ন মেয়াদে তিনজনকে কারাদন্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার সিলেটের দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহাদাত হোসেন প্রামানিক এই দন্ড দেন বলে আদালতের স্পেশাল পিপি সরওয়ার আহমদ চৌধূরী আবদাল জানিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়ার ধুনট জোরগাছা এলাকার তাজুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম রাজীব, জিনাইদহ জেলার শৈলকুপা সারাগঞ্জের জাফর আলতাফের ছেলে বিশ্বাস মোহাম্মদ আতিক আফরোজ মৌসুম ও জামাল পুরের ইসলামপুর মাইফতারচরের মনা হোসেনের ছেলে মনির হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৬ ডিসেম্বর সিলেটের গোলাপগঞ্জ পৌর শহর এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৮০১৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব বাদি হয়ে মামলা করে।
দীর্ঘ শুনানী শেষে তরিকুল ইসলাম রাজীবকে যাবজ্জীবন, বিশ্বাস মোহাম্মদ আতিক আফরোজ মৌসুমকে ৫ বছরের ও মনির হোসেনকে এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়।
রায়ের আগেই মনির হোসেন পালিয়ে যান বলে জানান আদালতের পিপি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।