
২০২৩-০২-২৫ ২১:০৭:২৪ / Print
বর্ষা মৌসুমের আগেই নগরীর জলাবদ্ধতা-মশক নিধনে কার্যকর পদক্ষেপ, বিশুদ্ধ পানির সংকট সমাধান,
রাস্তার সংস্কার কাজ সম্পন্নের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে
ও জেলা সদস্য মনজুর আহমদ এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাসুমা খানম, রুমন বিশ্বাস, জাহেদ আহমদ,
শহিদ মিয়া, ইউসুফ আলী, নুরুল ইসলাম,সনজিত শর্মা, প্রমূখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর বলেন, সিলেট নগরীকে সকলের জন্য বাসযোগ্য নগরীর দাবি নাগরিকদের দীর্ঘদিনের।
গতবছর বর্ষায় নগরীতে বারবার জলাবদ্ধতা সৃষ্টি নাগরিকদের উদ্বেগ -উৎকণ্ঠার কারণ হয়ে এখনও রয়েছে। যানজটে অতিষ্ঠ জনজীবন। বিশুদ্ধ পানির সংকট সমাধান হয়নি।
অপরিকল্পিত-যত্রতত্র খুড়াখুড়ি নাগরিক জীবনে নাভিশ্বাস উঠছে। আবু জাফর বর্ষা মৌসুমের আগেই নগরীর জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ,মশক নিধন,
বিশুদ্ধ পানির সংকট সমাধান, রাস্তার সংস্কার কাজ সম্পন্নের জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।