শনিবার, ১ এপ্রিল ২০২৩ইংরেজী, ১৮ চৈত্র ১৪২৯ বাংলা ENG

শিরোনাম : সিলেটে সাংস্কৃতিক কমপ্লেক্স গড়ে তোলার সদিচ্ছার কথা জানালেন প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু জিলাপির কড়াইয়ে দগ্ধ জাপা নেতা লিমনকে বাচানো গেল না হবিগঞ্জে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু শাবিতে ‘বন্যপ্রাণি সংরক্ষণ, চ্যালেঞ্জ ও সমস্যা’ শীর্ষক কর্মশালা স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদন্ড,দুই ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন কারাদন্ড সুনামগঞ্জে দুর্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মা-বাবা খুন: ছেলের মৃত্যুদন্ড দিলেন আদালত সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ জেলা ও মহানগর শাখার ইফতার মাহফিল সম্পন্ন উপজেলা চেয়ারম্যানদের ওপর ইউএনওদের কতৃত্ব আর থাকল না ছাতকে মসজিদ পরিচালনা নিয়ে দ্বন্ধ : যুবলীগ নেতার হামলায় আরেক যুবলীগ নেতা নিহত

অপরিকল্পিত বিদ্যুৎ লাইন : জুড়ীর লাঠিটিলা বনে বিদ্যুৎপৃষ্ঠে মারা যাচ্ছে হনুমান

এম এম সামছুল ইসলাম :: জুড়ী

২০২৩-০২-১৬ ১৯:১৭:৪৭ /

 মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বন এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে একটি চশমা পরা হনুমানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এ বনের কমলছড়া এলাকায় হনুমানটি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে বন বিভাগকে খবর দেয়। এর আগে একই স্থানে গত বছরের অক্টোবর মাসে আরো একটি চশমা পরা হনুমানের মৃত্যু হয়।

এছাড়াও গত ১০ ফেব্রুয়ারি বনের কাছে অবস্থিত দিলখোশ চা-বাগান এলাকায় সড়কের পাশে মৃত অবস্থায় একটি চশমা পরা হনুমান শাবকের মৃত্যু হয়েছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।

এভাবে একের পর এক হনুমানের মৃত্যু ঘটায় পরিবেশবিদরা শঙ্কা প্রকাশ করেছেন। এ ব্যাপারে বন বিভাগের লাঠিটিলা বিটের দায়িত্বে থাকা বিট কর্মকতা মো: রুমিজ্জামান বলেন, হনুমানটি মারা যাওয়ার খবর পেয়ে স্টাফকে দিয়ে প্রাণিটিকে উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়েছে।

 কয়েকজন পরিবেশকর্মী জানান,  লাঠিটিলা বনে বিভিন্ন ধরনের বন্য প্রাণীর আবাস রয়েছে। বন দখল করে পাকা বাড়ীঘর  নির্মান, বনের গহীন অরণ্যে অবৈধ ভাবে বিদ্যুতের লাইন টানানোর কারণে বন্যপ্রাণীর আবাসস্থল গুলো ধ্বংস হয়ে যাচ্ছে।

যার ফলে বিদ্যুৎপৃষ্ঠ  হয়ে এভাবে প্রতিনিয়ত চশমা পরা হনুমান গুলো মারা যাচ্ছে। এভাবে চলতে থাকলে অচিরে হারিয়ে যাবে বন্যপ্রাণীগুলো। হুমকির মুখে পড়বে পরিবেশ।

পরিবেশ কর্মীরা বন্যপ্রাণী রক্ষায় প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়ার দাবি জানান।  এদিকে বন বিভাগ হনুমানসহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীর চলাচলের জন্য ‘ক্যানোপি ব্রিজ’ স্থাপন করলেও তা এখনও ব্যবহার করতে দেখা যায় নি।

ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হরহামেশা বন্য প্রাণী মারা যাচ্ছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকতা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, লাঠিটিলা বনে হনুমানের মৃত্যুর বিষয়টি খুবই দুঃখজনক।

বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে বৈদ্যুতিক তারে কাভার প্রটেকশন দেয়ার ব্যবস্থা করবো। ভবিষ্যতে যেন এ ধরনের আর কোন দূর্ঘটনায় বন্যপ্রাণী মারা না যায়।

এ জাতীয় আরো খবর

বিষটোপে ১৩ শকুনের মৃত্যুর ঘটনায় তদন্তে গবেষকরা, দু’জনের নামে মামলা

বিষটোপে ১৩ শকুনের মৃত্যুর ঘটনায় তদন্তে গবেষকরা, দু’জনের নামে মামলা

জুড়ীতে আরো ১৯২ পরিবার পেল

জুড়ীতে আরো ১৯২ পরিবার পেল " স্বপ্নের ঘর"

 লাউয়াছড়ার বিশাল এলাকা পুড়ল দুর্বৃত্তদের দেওয়া আগুনে

লাউয়াছড়ার বিশাল এলাকা পুড়ল দুর্বৃত্তদের দেওয়া আগুনে

মেডিকেল ভর্তি পরীক্ষায় জুড়ীর  ৪ শিক্ষার্থীর কৃতিত্ব

মেডিকেল ভর্তি পরীক্ষায় জুড়ীর ৪ শিক্ষার্থীর কৃতিত্ব

কমলগঞ্জে ত্রিপুরা ভাষা শিক্ষা কেন্দ্র উদ্বোধন

কমলগঞ্জে ত্রিপুরা ভাষা শিক্ষা কেন্দ্র উদ্বোধন

উন্নত জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই: পরিবেশ মন্ত্রী 

উন্নত জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই: পরিবেশ মন্ত্রী